Monday, May 19, 2025

Doctor Suicide Case: চিকিৎসকদের হয়ে সুর চড়ালেন শান্তনু, চিঠি প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

বারবার আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরা(Doctors), এবার সরব হয়েছেন তৃণমূল (TMC)রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। এবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন সাংসদ। চিকিৎসকদের উপর হয়রানি রুখতে নতুন আইন প্রণয়নের কথা বলে চিঠি লিখলেন শান্তনু সেন(Santanu Sen)।

প্রসঙ্গত, রাজস্থানে হেনস্থার শিকার হয়ে মানসিক চাপে আত্মঘাতী হওয়া চিকিৎসক অর্চনা শর্মার (Archana Sharma)প্রসঙ্গ টেনে এনেই প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন শান্তনু।এই চিঠিতে শান্তনু লেখেন, ‘এই দুঃখজনক ঘটনা আবারও মানুষের চোখ খুলে দেখিয়ে দিয়েছে যে মানবতার খাতিরে কাজ করা চিকিৎসকদের কী ভাবে প্রাণ দিতে হয়। কোভিড (Covid)পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে দেশকে সুরক্ষিত রাখার পরেও এই সমাজে চিকিৎসকরা নিরাপদ নন। তাঁরা যে কোনও সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির বলি হতে পারেন।’

উল্লেখ্য সাম্প্রতিক কালে বারবার খবরের শিরোনামে এসেছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের উপর হওয়া হিংসা, হয়রানি এবং গুন্ডামির ঘটনার কথা। এই সব রুখতে এবার একটি কেন্দ্রীয় আইন আনার বিষয়ে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন তৃণমূল রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন।

রাজস্থানের(Rajasthan) দৌসা জেলারে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন অর্চনা শর্মা। এই হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে সরব হন। এমনকি গাফিলতির অভিযোগ তুলে অর্চনার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা পর্যন্ত দায়ের করা হয়। সেই মানসিক নির্যাতন সহ্য না করতে পেরেই আত্মহত্যা করেন অর্চনা শর্মা। এই ঘটনাকে উল্লেখ করে এবার চিকিৎসকদের সুরক্ষা বজায় রাখতে নয়া আইন আনার কথা বলে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শান্তনু সেন।

spot_img

Related articles

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...