আইসিসি মহিলা বিশ্বকাপ ( Icc World Cup) চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া ( Australia)। রবিবার ফাইনালে ইংল্যান্ডকে (England) হারাল ৭১ রানে। এই জয়ের ফলে সপ্তম বার মেয়েদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে ১৭০ রানের বিশাল ইনিংস খেললেন অ্যালিসা হিলি।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে পাহাড় রান করে অজিরা। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে অস্ট্রেলিয়া। ১৭০ রান করেন অ্যালিসা হিলি। ৬৮ রান করেন হায়নেস। ৬২ রান করেন মোনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ড্যানি ওয়াট ফিরে যান মাত্র ৪ রান করে। অন্য ওপেনার ট্যামি বেমন্ট করেন ২৭ রান। অধিনায়ক হেথার নাইট করেন ২৬ রান। ইংল্যান্ডের হয়ে লড়াই চালান নাতালি সিভার। ১২১ বলে ১৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অজিদের হয়ে তিন উইকেট নেন অ্যালানা কিং এবং জেস জোনাসেন। দু’টি উইকেট নিয়েছেন মেহান স্কুট। একটি করে উইকেট নিয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যাশ্লে গার্ডনার।

১৯৭৮ সালে প্রথমবার মেয়েদের বিশ্বকাপ জিতেছিলে অস্ট্রেলিয়া।

View this post on Instagram
আরও পড়ুন:লোগো-ট্যাগলাইন প্রতিযোগিতা, জিতলে পুরস্কার অভিষেকের সই করা জার্সি
