১) এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন তারকা বিদেশি ডেভিড উইলিয়ামস । সোমবার এমনটাই জানান হল বাগান কতৃপক্ষ থেকে। ইতিমধ্যেই এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান শিবির।


২) বড় শাস্তির মুখে পড়তে পারে বায়ার্ন মিউনিখ । কয়েক সেকেন্ডের জন্য ১২ জন ফুটবলারকে নিয়ে ম্যাচ খেলার অভিযোগ উঠল বায়ার্নের বিরুদ্ধে। আর এর ফলে বড় শাস্তির মুখে পড়তে পার জার্মানের এই ক্লাবটি।

৩) দেশের অবস্থায় উদ্বিগ্ন জয়বার্ধনে-সাঙ্গাকারা-মালিঙ্গা। ভারতে বসে আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে আইপিএল আছেন তাঁরা।


৪) মোহনবাগান ক্লাবের নতুন তাবুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও সহসভাপতি কুণাল ঘোষ। দুপুরে নবান্নে গিয়ে তাঁরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।


৫) আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে। নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচটা তিনি খেলে ফেললেন সোমবার। হ্যামিল্টনের সেডন পার্কে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ
















