Saturday, November 8, 2025

সন্তান প্রসব করে সদ্যোজাতকে নিয়ে পরীক্ষা দিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Date:

Share post:

পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগেই সন্তান প্রসবের যন্ত্রনা ! কিন্তু পরীক্ষা দিতেই হবে। তাই সন্তান প্রসবের পরে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। মুর্শিদাবাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শ্রেয়সী সরকারের এই অদম্য ইচ্ছে ও সাহসের কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

আরও পড়ুন:Petrol Diesel: জ্বালানির জ্বালা! পেট্রোলের পর সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও
সোমবার সকালে উচ্চমাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে প্রসব যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদের আহিরন ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় আহিরন বাংগাবাড়ি হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শ্রেয়সী সরকারকে। সকাল সাড়ে ৯টায় সন্তান প্রসব করে সে, তারপরেই হাসপাতালের বেডে বসেই ১০টা থেকে পরীক্ষা দেয় শ্রেয়সী।

২০১৪ সালে এক দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর চরম আর্থিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা চালিয়ে গিয়েছে শ্রেয়সী। পড়াশোনার প্রতি বরাবরই আগ্রহ ছিল তার। সহযোগিতার হাত বাড়িতে দেয় স্কুল। স্কুলের হোস্টেলে থেকেই শ্রেয়সীর পড়াশোনা চালিয়ে যায়।

কিন্তু পারিবারিক চাপে পড়ে গ্রামেরই এক যুবকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় তাঁর। একাদশ শ্রেণিতে পড়াকালীন সন্তানসম্ভবা হলেও পরিবারের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে গিয়েছে সে। শুরু হয়ে যায় উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি। তবে সোমবার পরীক্ষার দ্বিতীয় দিনে প্রসব যন্ত্রণা নিয়ে আহিরন ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় শ্রেয়সীকে।

সন্তান প্রসব করেই হাসপাতালের বেডে বসে সদ্যোজাত সন্তানকে পাশে নিয়ে সকাল ১০টা থেকে পরীক্ষা দিল শ্রেয়সী। খুশি শ্রেয়সীর পরিবার। পরীক্ষার্থী মা বলেন, ‘সন্তান প্রসবে এখনও ৪ সপ্তাহ বাকি ছিল। কিন্তু রাত থেকে প্রসব যন্ত্রণা ওঠায় খুব চিন্তায় ছিলাম। তবুও মেয়ে শুধু বলে গিয়েছে আমি পরীক্ষা দেব।’

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...