Monday, August 25, 2025

গ্ৰুপ-ডি মামলায় ৯৮ জনকে জেরা করতে পারে সিবিআই, এসএসসি কর্তাকে হাজিরার নির্দেশ

Date:

Share post:

দুপুর তিনটের মধ্যে এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে সিবিআই (CBI) দফতরে হাজিরের নির্দেশ। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। ৪ এসএসসি কর্তাকে জিজ্ঞাসাবাদের সিঙ্গল বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। মঙ্গলবার, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানায় ওই কমিটির আরেক সদস্য অলোককুমার সরকারকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই (CBI)।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, শান্তিপ্রসাদ এবং অলোককে শুধু জেরা করাই নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে তাঁদের হেফাজতেও নিতে পারবে। এত দিন সিবিআইকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেও, এ বার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের স্বাধীনতা দিল আদালত। বাকি তিন সদস্যকে এখনই সিবিআইয়ের কাছে যেতে হবে না। তবে অলোক-সহ ওই চার জনকে সোমবারের মধ্যে সম্পত্তির হলফনামা আদালতে জমা দিতে হবে জানিয়েছেন বিচারপতি।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এসএসসি মামলার তদন্তে সিবিআই চাইলে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকেও সাহায্য করতে পারে। সার্ভে পার্ক থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে শান্তিপ্রসাদকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত করতে হবে। শুধু কমিটির সদস্যরাই নন, গ্ৰুপ-ডি মামলায় কর্মরত ৯৮ জনকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। তাঁদের নিয়োগপত্র কে দিল তা জানতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ৯৮ জনকেও জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...