Monday, January 12, 2026

দিল্লির নেতাদের হাতে পায়ে ধরে শুভেন্দু CBI-ED লেলিয়ে দিতে চাইছেন, দাবি বাবুলের

Date:

Share post:

বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি থেকে কার্যত সন্ন্যাস নিয়েছিলেন বাবুল সুপ্রিয়। বাংলার মুখ্যমন্ত্রী “দিদি” মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের পুনর্জন্ম দিয়েছেন। তাই দলবদলু নয়, তৃণমূলের হাত ধরে রাজনীতিতে তাঁর নতুন ইনিংস। এবং বালিগঞ্জের মত হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচনে তিনি ঘাসফুল শিবিরের প্রার্থী।

কিন্তু গণতান্ত্রিক পরিবেশে ভোটের লড়াই নয়, কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে এবার বাবুলের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডিকে লেলিয়ে দিতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির তৎকাল নেতা শুভেন্দু অধিকারী। এবং বাবুলকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলতে দিল্লির তাবড় বিজেপি নেতাদের কার্যত হাতে-পায়ে পর্যন্ত ধরছেন শুভেন্দু। এমনটাই জানতে পেরেছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল দাবি করলেন, তিনি শুনছেন তাঁর পিছনে নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং দায়িত্ব নিয়ে তা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কে এই শুভেন্দু? যিনি নিজেই নারদা থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিয়েছেন। আর বিজেপিতে যাওয়া মানেই “গঙ্গাজল”-এ ডুব দিয়ে শুদ্ধ। বিজেপির বিরোধিতা করলেই তাঁর পিছনে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। শিবসেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউতের পিছনেও অন্যায় ভাবে এজেন্সি লাগানো হয়েছে বলে দাবি করেন বাবুল।

বাবুলের কথায়, “আমার কখনও ইডি বা সিবিআইয়ের ভয় লাগেনি। রোজভ্যালির হয়ে তিনটে ছবি করেছি। সারদার মালিকের সঙ্গে স্টেজে নেচেছি। দুর্গাপুরে ওনার অফিসের আমি ওপেনিং করেছি। কিন্তু মুম্বইয়ের শিল্পীরা যেমনভাবে আসত, পারিশ্রমিক নিত, চলে যেত, আমিও সেটাই করেছি। আদালত যদি কখনও নির্দেশ দেয় সারদা বা রোজভ্যালি থেকে যারা টাকা নিয়েছে, তাদের সমস্ত পারিশ্রমিক ফেরত দিয়ে দিতে হবে, ওটা গরীব মানুষের টাকা, তবে সেই লাইনে বাবুল সুপ্রিয়কে পাবেন। কিন্তু কেউ ভয় দেখাবে বলে আমি আমার গান গেয়ে রোজগার করা টাকা দিয়ে দেব, সেই লাইনে আমাকে পাওয়া যাবে না।”

এরপরই শুভেন্দুকে ধুয়ে দিয়ে বাবুল বলেন, “শুনছি অনেক কিছুই। শুভেন্দু অধিকারী তো বিধায়কদেরও ভয় দেখাচ্ছেন সিবিআই হবে, আইটি রেইড হবে। আমাকেও ওনার বন্ধুরাই বলছেন। উনি অমিত শাহের হাতে পায়ে ধরছেন আমার বিরুদ্ধে যেন ইডি, সিবিআই বা আয়করের কিছু একটা করা হয়। আমিই দেখতে চাই, ভোটের আগে শুভেন্দু অধিকারী কী করতে পারে। আমার নাম বাবুল সুপ্রিয়, আমিও কী করতে পারি, সেটা বুঝিয়ে দেবো।”

আরও পড়ুন- শিলিগুড়িতে দাবা অ্যাকাডেমি গড়ে তুলতে গৌতম দেবের সঙ্গে দেখা করলেন দিব্যেন্দু বড়ুয়া

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...