Thursday, August 21, 2025

বাজারে অভিযান চালাক ED-CBI: মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

Date:

Share post:

লাগাতার মূল্যবৃদ্ধির নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠকে ব্যাপক মূল্যবৃদ্ধিতেও কেন্দ্রের উদাসীনতায় মোদি সরকারকে একহাত নিলেন তিনি। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে জিএসটির (GST) জন্য ক্ষতিপূরণের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি ও টোল ট্যাক্স মুকুবের দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যাপক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী বলেন, “লাগাতার মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৫ রাজ্য জয়ের পর রিটার্ন গিফট দিয়েছে বিজেপি। ১৭ দিনের ১৪ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। অথচ মূল্যবৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার কিছু করছে না।” পাশাপাশি মোদি সরকারকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। জিএসটি বাবদ প্রাপ্যও রাজ্যকে দিচ্ছে না। ইডি, সিবিআই দিয়ে রাজনৈতিক দলগুলিকে উত্যক্ত না করে তাদের দিয়ে বাজারে অভিযান চালান। তাহলে কালোবাজারি বন্ধ হতে পারে।’ এরপরই কেন্দ্রের কাছে জিএসটির ক্ষতিপূরণের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করার দাবি জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:ব্যাপক মূল্যবৃদ্ধি: কেন্দ্রকে তোপ মমতার, মানুষকে সুবিধা দিতে ‘সুফল বাংলায়’ জোর

এখানেই না থেমে কেন্দ্রের নীতির জন্য রাজ্যের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “সব পণ্যে সেস চাপাচ্ছে কেন্দ্র। সেস চাপানোর অর্থ সব টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে। সেসের বদলে কর নিক। তাহলে রাজ্যও টাকা পাবে।” একইসঙ্গে শ্রীলঙ্কার অর্থনৈতিক দুরবস্থার প্রসঙ্গ টেনে মমতা বলেন, শ্রীলঙ্কায় আগুন জ্বলছে। আমাদের দেশেও মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। সব রাজ্য ঠিক করে বেতন দিতে পারবে কি না জানি না। কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য মানুষ ভুগছে। তাই এবার মূল্যবৃদ্ধির বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার কেন্দ্রের।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...