Monday, May 5, 2025

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি

Date:

Share post:

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে পাইলটদের উপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে ওই পাইলটরা অন্য বিমান চালাতে পারবেন।

বর্তমানে স্পাইসজেটের মোট পাইলটের সংখ্যা ৬৫০। দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রধান অরুণ কুমার জানিয়েছেন, সাময়িকভাবে স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার কারণ ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে গেলে যে ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার ওই পাইলটদের তা নেই। ওই পাইলটদের এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অবশ্য তাঁরা আবার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে পারবেন। তবে প্রশিক্ষণ চলাকালীন ওই পাইলটরা যথারীতি অন্য বিমান চালাতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি ম্যাক্স ৭৩৭ বিমানটি একাধিকবার দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনার জেরে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা ওই মডেলের বিমানে বেশ কিছু পরিবর্তন করে। ওই পরিবর্তনের পরে ভারত সরকার বোয়িং ৭৩৭ ম্যাক্স চালানোর অনুমতি দেয়। ২০২১ সালের অগাস্ট থেকে ভারতে ফের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান উড়তে শুরু করেছে। কিন্তু মার্কিন সংস্থা বিমানের মডেলে পরিবর্তন করার পর আর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সংস্থার ১১টি ৭৩৭ ম্যাক্স বিমান আছে। এই বিমানগুলি চালানোর জন্য ১৪৪ জন প্রশিক্ষিত পাইলটের প্রয়োজন। তবে এই মুহূর্তে তাঁদের হাতে যথেষ্ট সংখ্যক পাইলট আছেন। তাই ৯০ জন পাইলটকে বোয়িং ৭৩৭ বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতে পাঠানো হলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন- মুসলিমদের শান্তিতে বাস করতে দিন, BJP-কে চাপে ফেলে মন্তব্য ইয়েদুরাপ্পার

spot_img
spot_img

Related articles

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...