হাঁসখালি ধর্ষণকাণ্ডের দায়িত্ব পেয়েই তদন্তের কাজ শুরু করে দিল সিবিআই। এদিনই থানায় গিয়ে কেস ডায়েরি নিল সিবিআই দল । বৃহস্পতিবার সিবিআই-এর সঙ্গে সঙ্গে হাঁসখালির ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় ফরেনসিক টিমও।

জানা গিয়েছে বুধবার গভীর রাতে সিবিআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দল হাঁসখালি থানায় যায়। ওই প্রতিনিধি দলে দু’জন মহিলা সদস্যও আছেন। হাঁসখালি ধর্ষণ কাণ্ডে দায়িত্বভার গ্রহণের আগে রাজ্যের তদন্তকারী আধিকারিকদের সঙ্গেও কথা বলে নেন সিবিআই আধিকারিকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত সোহেল গয়ালি এবং প্রভাকর পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে। এবার তাদের দুজনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বৃহস্পতিবার সকালেই হাঁসখালির অস্থায়ী ক্যাম্পে গিয়েছিল সিবিআই দল। বৃহস্পতিবার বেলার দিকে সিবিআইয়ের আরও একটি প্রতিনিধি দল হাঁসখালিতে পৌঁছেছে বলে খবর। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরাও এ দিন সকালেই গ্রামে পৌঁছে গিয়েছেন তাদের সদস্যরাও নির্যাতিতা কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।