অতিমারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আংশিকভাবে খুলেছিল বেলুড় মঠ। তবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য ছিল একগুচ্ছ বিধিনিষেধ। তবে বছর শুরুর প্রথম দিনেই যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভক্তদের জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হল বেলুড় মঠ।


আরও পড়ুন:Mamata Banerjee: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা ৩০মিনিট থেকে বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি ছাড়াও আরতি দেখতে পারবেন ভক্তরা। মঙ্গলারতি, সন্ধ্যারতিতে অংশ নিতে পারবেন তাঁরা।শুধু তাই নয় মঠের তরফে প্রসাদ বিতরণও করা হবে বলে জানানো হয়েছে।


করোনার দ্বিতীয় ঢেউয়ের পর আংশিকভাবে খুলে দেওয়া হলেও তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত রুখতে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য মঠ খোলা হলেও ভক্ত ও দর্শনার্থীদের উপর একাধিক বিধিনিষেধ জারি করা হয়। কেবলমাত্র মন্দির দর্শন ও গুরু প্রণাম করতে পারতেন ভক্তরা। আরতি দেখার কোনও অনুমতি ছিল না। তবে নবর্ষের দিন সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ায় ব্যাপক উচ্ছ্বাস ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে।





