দমদম ভেঙে নতুন থানা নাগেরবাজার, নারী নিরাপত্তায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও উইনার্স টিম

নববর্ষে দক্ষিণেশ্বর মন্দির থেকে উইনার্সের যাত্রা শুরু হয়। গোটা বারাকপুর শিল্পাঞ্চলে উইনার্সের সদস্যরা বাইক বা স্কুটিতে চড়ে বিভিন্ন প্রান্তে টহলদারি চালাবে

রাজ্যের আইন-শৃঙ্খলাকে আরও মজবুত করতে দমদম থানা ভেঙে নতুন আরও একটি থানার আত্মপ্রকাশ ঘটল নববর্ষের প্রথমদিনে। পয়লা বৈশাখে নাগেরবাজার থানার উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়, রাজারহাট-গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

অন্যদিকে, নারী নিরাপত্তায় কলকাতা পুলিশের আদলেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও উইনার্স টিম গঠন করল।

বিশেষ এই মহিলা পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা আপাতত ২১। নববর্ষে দক্ষিণেশ্বর মন্দির থেকে উইনার্সের যাত্রা শুরু হয়। গোটা বারাকপুর শিল্পাঞ্চলে উইনার্সের সদস্যরা বাইক বা স্কুটিতে চড়ে বিভিন্ন প্রান্তে টহলদারি চালাবে।

মূলত, ইভটিজিং, শ্লীলতাহানি, ছিনতাইয়ের মতো ঘটনাকে রুখতেই এই পদক্ষেপ। বিভিন্ন স্কুল-কলেজ চত্বরে এবং মহিলারা বিপদে পড়তে পারেন এমন সম্ভাব্য স্থানগুলিতে ঘুরবেন এই প্রমিলা বাইক বাহিনীর সদস্যরা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই দক্ষিণেশ্বরে নতুন থানার উদ্বোধন করেন পুলিশ কমিশনার।

আরও পড়ুন- জঙ্গলমহলে বড়সড় হামলার ছক মাওবাদীদের, আগামী ১৫দিন প্রশাসনিক মহলে জারি হাই অ্যালার্ট

 

Previous articleজঙ্গলমহলে বড়সড় হামলার ছক মাওবাদীদের, আগামী ১৫দিন প্রশাসনিক মহলে জারি হাই অ্যালার্ট
Next articleব্রেকফাস্ট নিউজ: breakfast news :