Monday, August 25, 2025

Virat Kohli: বিরাটকে রানে ফিরতে কী পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

Date:

Share post:

২২ গজে বিরাট কোহলির খারাপ সময় যেন কাটতেই চাইছে না। এবারের আইপিএলে ৭ ম্যাচে খেলে ১৯.৮৩ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট। শুধু তাই নয়, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পর এক লজ্জার কীর্তি গড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রেকর্ড বই বলছে, সব ধরনের ক্রিকেট মিলিয়ে শেষ ১০০ ম্যাচে কোনও সেঞ্চুরি আসেনি কিং কোহলির ব্যাট থেকে!

২০১৯ সালের ২২ নভেম্বর ইডেনের গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। তারপর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি ওয়ান ডে, ২৫টি টি-২০ এবং ৩৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

এই পরিস্থিতিতে বিরাটকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের বক্তব্য, ‘‘বিরাট টানা খেলে মানসিকভাবে বিধ্বস্ত। ওর মাথা কাজ করছে না। যদি কারও ছুটির প্রয়োজন হয়, তাহলে সেটা বিরাটের। এই বিরতি দু’মাসের হোক কিংবা দেড় মাস। ইংল্যান্ড সফরের আগে হোক বা পরে। সোজা কথাটা হল বিরাটের একটা বিরতি ভীষণভাবে প্রয়োজন।’’ শাস্ত্রীর বাড়তি সংযোজন, ‘‘ওর মধ্যে এখনও ৫-৬ বছরের ক্রিকেট বাকি রয়েছে। মানসিক ক্লান্তির কারণে সেটা নিশ্চয়ই ও খোয়াতে চাইবে না।’’

এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন, ‘‘কোনও ক্রিকেটারকে দিয়ে যদি জোর করে কিছু করানো হয়, তাহলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়তে বাধ্য। বিরাট যদি টানা খেলতে থাকে, তাহলে ওর পারফরম্যান্স আরও খারাপ হবে।’’ এই বিষয়ে শাস্ত্রীর সঙ্গে একমত ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেনও। তাঁর বক্তব্য, ‘‘বিরাট কোহলির উচিত ছ’মাসের জন্য ক্রিকেট বুট তুলে রাখা।’’

আরও পড়ুন- নোংরা রাজনীতি করতে গিয়ে দেউচা-পাচামিতে আদিবাসী গ্রামবাসীদের তাড়া খেলেন শুভেন্দু-অধীর

 

spot_img

Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...