Tuesday, January 13, 2026

নজরদারি বাড়ছে, এবার অনুব্রতর পাসপোর্ট চাইল সিবিআই

Date:

Share post:

বার বার তলব করার পরও সিবিআইয়ের(CBI) ডাকে সাড়া দেননি বীরভূমের তৃণমূল(TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। কারণ হিসাবে অসুস্থতার কথা তুলে ধরেছেন তিনি। এই পরিস্থিতিতে অনুব্রতর গতিবিধির উপর নজদারি চালাতে বড় পদক্ষেপ করল সিবিআই। অনুব্রতর পাসপোর্ট চাওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যদিও অনুব্রত জানিয়ে দিয়েছেন তার কাছে কোনও পাসপোর্ট নেই। তবে কেষ্টর কথার উপর ভরসা না করে পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ শুরু করল সিবিআই।

এদিকে একাধিকবার ডাকা সত্ত্বেও সিবিআই জেরার মুখোমুখি না হয়া অনুব্রত মণ্ডল সোমবার চিঠি দিয়ে সিবিআইকে জানিয়ে দেন আগামী ২১ মের পর জেরার মুখোমুখি হতে তিনি তৈরি। চিঠিতে তিনি জানিয়েছেন, ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এই চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল।

আরও পড়ুন:Rohit Sharma: চলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স, আবেগঘন বার্তা রোহিতের

উল্লেখ্য, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গরু পাচার মামলায় গত শনিবার তাঁকে ষষ্ঠ বারের জন্য তলব করে সিবিআই। পাশাপাশি গত রবিবার ভোট-পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে ডাকা হয় তাঁকে। দুটি ক্ষেত্রেই অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি তিনি। এরপর জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে চেয়ে শর্তসহ সিবিআইকে চিঠি দেন অনুব্রত মণ্ডল। যদিওন তাতে সন্তুষ্ট নয় সিবিআই, অনুব্রতর উপর নজরদারি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...