Monday, January 12, 2026

Habra: তেলের অভাবে হাবরা ডিপো থেকে বন্ধ বাস পরিষেবা

Date:

Share post:

রাস্তায় নেই বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। অত্যধিক হারে বেড়েছে জ্বালানি (Fuel)তেলের দাম। কিন্তু সেইভাবে বাড়েনি ভাড়া। তার ফলে বাস (Bus) চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিকদের। করোনা (Corona)পরিস্থিতির পর থেকে লাগাতার যেভাবে জ্বালানি(Fuel) তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। তার ফলে সমস্যায় পরিবহন ব্যবস্থা (Transportation)।

হাবরা বাস ডিপোতে (Habra bus terminal)সারি সারি বাস। কিন্তু রাস্তায় সেভাবে বাসের দেখা মিলছে না। বাস ডিপোর দায়িত্বে থাকা আধিকারিকরা সেভাবে কিছু না বলতে পারলেও হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানিয়েছেন এই নিয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে সপ্তাহের প্রথম দিন থেকেই ভোগান্তিতে সাধারণ মানুষ। কিন্তু কেন বন্ধ বাস পরিষেবা(Bus Service)?সূত্র মারফত জানা যাচ্ছে তেলের অভাবেই বাস বন্ধ। স্বভাবসিদ্ধ ভাবেই কটাক্ষ করেছেন বিরোধীরা। যদিও বিরোধীদের কোনও মন্তব্যকে আমল দিতে নারাজ হাবরা পুরসভার (Habra Municipality) কর্তারা। হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানান বিরোধীদের কাজ শুধু সবকিছু নিয়ে বিরোধিতা করা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সমস্যার সমাধানে কাজ করে চলেছে। এই পুর নির্বাচনে বিরোধীদের মানুষ ভোটাধিকার এর মাধ্যমে প্রত্যাখ্যান করেছে তাই বিরোধীরা এখন নানা এইসব করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

নজরদারি বাড়ছে, এবার অনুব্রতর পাসপোর্ট চাইল সিবিআই

হাবরার পাশাপাশি দুর্গাপুরের (Durgapur)ছবিটাও অনেকটাই এক।সেখানকার বেসরকারি বাস মালিকদের সংগঠন জানাচ্ছে যে তাঁরা রোটেশন পদ্ধতিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুরে আগে ২৫০ টির বেশি বাস চলত। সেই জায়গায় করোনা পরিস্থিতির পর এমনিতেই বাসের সংখ্যা কমে গেছিল। আর এখন জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ঠিকমতো ভাড়া না ওঠায় বর্তমানে ১৫০-র চেয়েও কম বাস চলছে শহরের রাস্তায়। গরমের জেরে তারপর যাত্রী সংখ্যা কমেছে। ফলে বাস চালিয়ে তেল খরচ উঠছে না বলেই দাবি বেসরকারি বাস মালিকদের।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...