Saturday, January 10, 2026

জল্পনাই সার: কংগ্রেসে যোগ দিচ্ছেন না, টুইটে জানালেন পিকে

Date:

Share post:

গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছিল কংগ্রেসে(Congress) যোগ দিয়ে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তবে জল্পনাই সার। বুধবার টুইট করে প্রশান্ত কিশোর(Prashant Kishor) জানিয়ে দিলেন, দলে যোগদানের প্রস্তাব দেওয়া হলেও লোভনীয় এই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। তাঁর যোগদানের চেয়েও কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল সংকট থেকে বেরিয়ে আসা। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পিকের যোগ না দেওয়ার বিষয়টি এদিন কংগ্রেসের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন টুইট করে প্রশান্ত কিশোর জানান, “আমি কংগ্রেসে যোগ দেওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমার মতে এই মুহূর্তে আমার থেকেও কংগ্রেসের যেটা বেশি প্রয়োজন, সেটা হল নেতৃত্ব এবং সাংগঠনিক খোলনলচে বদলে দলের গভীর সংকট দূর করার সদিচ্ছা।” পিকের পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে তাঁর দলে যোগ না দেওয়ার বিষয়টি ঘোষণা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে জানান, “প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর প্রেজেন্টেশনের পর কংগ্রেস সভানেত্রী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ দল গঠন করেছেন। কংগ্রেস সভানেত্রী প্রশান্ত কিশোরকেও দলে যোগ দিয়ে এই গ্রুপের অংশ হিসাবে বিশেষ দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যখ্যান করেছেন। তবে তিনি দলের জন্য যে পরামর্শগুলি দিয়েছেন এবং পরিশ্রম করেছেন, আমরা সেটাকে সম্মান করি।”

আরও পড়ুন:Punjab Kings: অর্শদীপের পারফরম্যান্স মন কেড়েছে ময়ঙ্কের, সাংবাদিক সম্মেলনে প্রশংসায় মাতলেন তিনি

তবে দলে যোগদানের বিষয়টি এতদূর গড়িয়ে যাওয়ার পর হঠাৎ পিকের সিদ্ধান্ত বদলের পিছনে রাজনৈতিক মহলের অনুমান, কংগ্রেসে যোগদানের বিষয়ে প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধীকে বেশকিছু শর্ত দিয়েছিলেন যা মানতে রাজি হননি সোনিয়া গান্ধী। দলে যোগ দেওয়ার জন্য প্রশান্তকে অন্য সমস্ত দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তারপরেও তিনি টিআরএস সুপ্রিমো কেসিআরের (KCR) সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। তাঁর প্রাক্তন সংস্থা আই-প্যাক (I-PAC) টিআরএসের সঙ্গে চুক্তিও করেছে। তবে কি সেইজন্য পিছিয়ে এলেন পিকে? প্রশ্ন কিন্তু উঠছেই।




spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...