সৌমিত্র চরিত্রহীন! নাম না করে বিস্ফোরক পোস্ট সুজাতার

নাম না করে সৌমিত্রদার বিরুদ্ধে ফেসবুকে লাগাতার আক্রমণ সুজাতা মণ্ডলের

তাঁদের সম্পর্কে বিচ্ছেদের দাঁড়ি পড়েছে। তবে তিক্ততা যে এখনও মনের মধ্যে রয়ে গিয়েছে তা বিভিন্ন সময় বেরিয়ে আসে সোশ্যাল মিডিয়ার পোস্টে (Social Media Post)। সম্প্রতি নাম না করে সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। যদিও সেখানে বাঁকুড়া (Bankura) বা সৌমিত্র কোনও নামও ব্যবহার করেননি তিনি। বদলে লিখেছেন ‘টেরাকোটা নগরী’। বাংলায় তথা সারা দেশেই বাঁকুড়া ওই নামে পরিচিত। আর সৌমিত্র খাঁর বদলে লিখেছেন ‘দলবদলকারী চরিত্রহীন এমপি’। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। আর সেই সময় তাঁর স্ত্রী সুজাতা স্বামীর হয়ে প্রচারের দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন।

কিন্তু তারপর অনেক জল বয়ে গিয়েছে গঙ্গায়। বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন সুজাতা। বিচ্ছেদ হয়েছে সৌমিত্রর সঙ্গে। তবে বিভিন্ন সময় তাঁর নিশানায় থাকেন সৌমিত্র খাঁ। এদিন অবশ্য সুজাতার পোস্ট অত্যন্ত বিস্ফোরক। কী লিখেছেন তিনি? লিখেছেন, অসহায় মানুষদের পাশে না থেকে দিল্লিতে বিধবাদের (Widow) লোকদেখানি সিঁদুর পরিয়ে ফুর্তি করছেন সাংসদ। কোনও ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন তা স্পষ্ট না হলেও তিনি যে সৌমিত্রকে সরাসরি চরিত্রহীন বলছে তা এই পোস্ট থেকেই স্পষ্ট। যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আরও পড়ুন- জঙ্গলমহলে মাও গতিবিধি নিয়ে গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা! নবান্নে জরুরি বৈঠক চার রাজ্যের