Thursday, August 21, 2025

নয়া ভূমিকায় প্রশান্ত কিশোর! শীঘ্রই শুরু ‘জন সূরয’-র অভিযান

Date:

Share post:

একটা ছোট্ট টুইট। তারপরই শুরু হয়েছে পিকের নতুন মঞ্চ করার জল্পনা। কিন্তু আদৌ কী নয়া মঞ্চ গড়তে চলেছেন ভোটকুশলী তথা আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর? সপ্তাহের শুরুতে একটি টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। কী এমন লিখলেন পিকে?


আরও পড়ুন:কাউকে কোভিড টিকা নিতে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

টুইটে পিকে লিখেছেন, ‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে ১০ বছর ধরে চলল আমার যে অন্বেষণ। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।’পাশাপাশি ‘জন সূরয’ বলে একটি নামেরও উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর। শেষে হিন্দিতে জুড়েছেন, আরও তিনটি শব্দ— ‘শুরুয়াৎ বিহার সে’। অর্থাৎ বিহার থেকে খুব শীঘ্রই তাঁর মঞ্চের যাত্রা শুরু হতে চলেছে।

প্রশান্ত কিশোরের এই মঞ্চ গঠন নিয়ে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, আগের মতো তৃণমূলের ভোটকুশলী হয়েই দলে থাকবেন প্রশান্ত কিশোর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একথা স্পষ্ট করেছেন। প্রশান্ত কিশোরের তৃণমূলে সহযোগিতা আছে এবং পরেও থাকবে। মঞ্চ করলে সেটা একেবারেই প্রশান্ত কিশোরের নিজস্ব পদক্ষেপ।


অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, কত দল এদেশে হয়েছে আর কত দল কালের গতিতে বিলীন হয়ে গিয়েছে, তার হিসেব করলে লিস্ট তৈরি করা যাবে। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই না।

অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, কেউ কোনও মঞ্চ গড়বেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। করতেই পারেন। তবে কোনও দলের সঙ্গে থেকে কাজ করা এবং নিজের একক মঞ্চ তৈরি করে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...