Sunday, August 24, 2025

মানুষ পারিশ্রমিক পাচ্ছেন না, ১০০ দিনের কাজের টাকা চেয়ে মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

রাজ্যের সাধারণ মানুষ ১০০ দিনের কাজ করেছেন অথচ মজুরি বকেয়া পড়ে রয়েছে। গত চার মাস ধরে সেই বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার(Central govt)। এই বকেয়ার পরিমাণ ৬ হাজার ৫০০ কোটি টাকা। বাংলার শ্রমিকদের প্রাপ্য মজুরি চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কবে এই বকেয়া মজুরি দেওয়া হবে? চিঠিতে সেটাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা লেখা এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত চার মাস ধরে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের ৬৫০০ কোটি টাকা বকেয়া ফেলে রেখেছে। যার ফলে বাংলার হতদরিদ্র মানুষ গুলি অত্যন্ত সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ কেন্দ্রের দেওয়া ওই টাকার উপরেই বাংলার গ্রামের বহু দরিদ্র মানুষের জীবন ধারণ নির্ভর করে। টাকা বকেয়া থাকায় বঞ্চিত হচ্ছেন এইসব প্রান্তিক মানুষ।

আরও পড়ুন:তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আবেদন খারিজ, কী বলল এলাহাবাদ হাইকোর্ট

শুধু তাই নয় প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র টাকা না দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, পিএম আবাস যোজনায় গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির কাজে গোটা দেশের সবার আগে রয়েছে বাংলা। ২০১৬-১৭ অর্থবর্ষে ৩২ লক্ষ বাড়ি বানানো হয়েছে এই প্রকল্পে। তারপরও নতুন করে বাংলার জন্য কোন অর্থ বরাদ্দ করা হয়নি। প্রধানমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য কারণ কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করায় রাজ্যের গ্রামীণ উন্নয়ন ব্যাহত হচ্ছে।




spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...