Thursday, November 13, 2025

Andrew Symonds:  ক্রিকেট জীবনে জড়িয়েছেন একাধিকবার বিতর্কে, একনজরে সাইমন্ডসের নানা বিতর্ক

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার ( Australia) অন্যতম সেরা প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত তিনি। ক্রিকেট জীবনে যেমন সাফল্য পেয়েছেন, তেমন  বারবার জড়িয়েছেন নানা বিতর্কে। একনজরে সাইমন্ডসের নানা বিতর্ক।

মাঙ্কিগেট কেলেঙ্কারি:
সিডনির মাঠে ঘটা এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন হরভজন সিংয়ের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন সাইমন্ডস। তাঁর অভিযোগ ছিল ভারতীয় স্পিনার নাকি তাঁকে ‘মাঙ্কি’ অর্থাৎ ‘হনুমান’ বলেছেন। বর্ণবিদ্বেষী এই অভিযোগের কথা অস্বীকার করেন হরভজন। তাঁকে সমর্থন করেন সচিন তেন্ডুলকরও। তবুও শাস্তি পেতে হয় হরভজনকে। বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি।

২০০৬ সালে সেরা ক্রিকেটারের শিরোপা হাতছাড়া:
২০০৬ সালে দারুণ ছন্দে ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। ঠিক হয়েছিল একদিনের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের জন্য, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে অ্যালান বর্ডার নামাঙ্কিত ট্রফি তুলে দেবে। কিন্তু সেই সময়ই, বাংলাদেশের বিরুদ্ধে হারের পর সাইমন্ডসের মদ্যপানের ঘটনা সামনে চলে আসে। তাই তাঁকে পুরস্কার প্রাপকের তালিকা থেকে ছেঁটে ফেলা হয়।

শুধু তাই নয়, টিম মিটিং বাদ দিয়ে মাছ ধরতে ব্যস্ত সাইমন্ডস। ২০০৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে গুরুত্বপূর্ণ টিম মিটিং ডেকেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই মিটিংয়ে ছিলেন না সাইমন্ডস। জানা যায়, ছিপ নিয়ে মাছ ধরতে ব্যস্ত অজি তারকা। অপেশাদার মনোভাবের জন্য তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। দেশে ফেরত চলে আসতে হয় তাঁকে। এরপর সাইমন্ডস বাদ যান ভারত সফর থেকেও। এছাড়াও চাহালকে হেনস্থার অভিযোগও ওঠে সাইমন্ডসের বিরুদ্ধে।

আইপিএল ২০২২ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বীভৎস ঘটনার কথা সামনে এনেছিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। তাঁর অভিযোগের তির ছিল সাইমন্ডস ও জেমস ফকনারের দিকে। চ‍্যাহাল বলেছিলেন, ”এটা ২০১১ সালের ঘটনা যখন মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আমরা চেন্নাইয়ে ছিলাম। সাইমন্ডস খুব বেশি ‘ফ্রুট জুস’ পান করেছেন।” চ‍্যাহাল বলেন, ”আমি জানি না সাইমন্ডস তখন কী ভাবছিল, সাইমন্ডস ও ফকনার, এতটাই নেশাগ্রস্ত ছিল যে আমার মুখ যে টেপ দিয়ে বাঁধা ছিল তা পার্টি করার সময় পুরোপুরি ভুলেই গিয়েছিল।”

আরও পড়ুন:সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায়, শোকপ্রকাশ লক্ষণ, আখতারদের

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...