Wednesday, November 12, 2025

CBI হাজিরা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ

Date:

Share post:

SSC নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
সিঙ্গেল বেঞ্চ। আজ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে CBI-এর মুখোমুখি হতে হবে প্রাক্তন পার্থবাবুকে। অন্যথায় তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে পারবে।

আদালতের এমন নির্দেশের পরই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। CBI অধিকারিকরাও জিজ্ঞাসাবাদের জন্য তৎপরতার শুরু করে দিয়েছেন। নিজাম প্যালেসে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

এরই মধ্যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী অনিন্দ্য মিত্র তাঁর হয়ে আবেদন জানিয়েছেন। অনিন্দ্য মিত্র বলেন, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। কিন্তু আদালত এটা ঠিক করে দিতে পারে না তদন্তের স্বার্থে কাকে ডাকতে হবে। তদন্তকারী সংস্থার যে কাজ তা আদালত করছে। সেটা আদালত করে দিতে পারে না। এই মর্মে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থবাবুর আইনজীবী। এবিষয়ে মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। দুপুর সাড়ে তিনটে এই মামলার শুনানি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Wriddhiman Saha: বাংলার হয়ে আর খেলতে চাননা ঋদ্ধি, সিএবি থেকে চাইলেন ‘এনওসি’: সূত্র

প্রসঙ্গত, আজ বুধবার ১১১ পাতার নির্দেশনামায় SSC নিয়োগ মামলায় CBI তদন্তেই সিলমোহর দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই ঘটনাকে “Public Shame” বলে আখ্যা দেয় ডিভিশন বেঞ্চ। বহাল রাখে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে। ডিভিশন বেঞ্চ এদিন বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করে এবং সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের দরকার নেই বলে স্পষ্ট জানিয়ে দেয়। এরপরই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে CBI হাজিরার নির্দেশ দেন।




spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...