মেদিনীপুরের কর্মিসভা থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রামের (Jhargram)কর্মিসভা থেকে চূড়ান্ত বার্তা দিলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।

আর কী কী বললেন তৃণমূল সুপ্রিমো

• যুব রাজনীতি করার সময় বেলপাহাড়ি থেকে জনসংযোগ যাত্রা করেছিলাম
• বাম আমলে এই অঞ্চলের পিঁপড়ে সেদ্ধ করে খেত, আমলাশোলে অনাহারে কাটাতে মানুষ
• ঝিটকার জঙ্গলে গিয়েছিলাম, মহাশ্বেতা দেবী সঙ্গে ছিলেন, আমাদের আটকে দেওয়া হয়
• সরকারি স্কুলের ইউনিফর্ম তৈরি হবে বাংলাতেই, সুযোগ পাবেন বাংলা মা-বোনেরা
• এখন প্রচুর রাজ্য সরকারি প্রকল্পের সাহায্য করছেন বাংলার মানুষ
• শান্ত ঝাড়গ্রাম গড়ে তোলা হয়েছে
• এখানে মাওবাদী নেই, যারা মাওবাদী বলে গুজব ছড়াবে, তাদের গ্রেফতার করা হবে
• প্রাপ্য টাকা না পেলে, কম পেলে আমাকে চিঠি লিখে জানাবেন
• BSK- বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের সাহায্য করার জন্যই তৈরি হয়েছে
• তৃণমূল পার্টি মা-মাট-মানুষের পার্টি বিজেপি পার্টি নয়
• বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখায়, তৃণমূল ভয় পায় না
• ঝাড়গ্রামে শান্তি নষ্ট করতে দেব না
• এমন কিছু করবেন না যাতে শান্তি নষ্ট হয়
• ২০২৪-এ জিততে হবে, তাই আমাদের বদনাম করার চেষ্টা করছে বিজেপি
• তৃণমূল স্তব্ধ হয় না, জব্দ করে
• ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন অলিম্পিক্সের পদক আনবে
• কেউ যেন নিজেকে বড় না ভাবে
• সবাইকে নিয়ে চলেতে হবে, না হলে তাকে সেই পদে রাখা হবে না,
• এটাই চূড়ান্ত সিদ্ধান্ত
• মনে রাখবেন দলে উর্ধ্বে কেউ নয়, কর্মীরাই দলের সম্পদ
• তৃণমূল মানে ঘাসফুল মাটি নীচ থেকে জন্মায়
• বিজেপি-সিপিএমকে ক্ষমা করবেন না

এসএসসি দফতরে ঢুকতে পারবেন কারা? নয়া নির্দেশ বিচারপতির