মাসির বাড়ি বেড়াতে এসেছিল বেলুড়ের বাসিন্দা আনন্দ উপাধ্যায় (Ananda Upadhyay)। লিলুয়ার (Liluah) ডন বস্কো স্কুলের (Don Bosco School) দশম শ্রেণী ছাত্র। গতকাল অর্থাৎ শুক্রবার অন্যান্য ভাই মা এর সঙ্গে মাসির বাড়ি যায়। মাসির বাড়ির একুশ তলার বারান্দায় যখন সে খেলা করছিল তখনই রহস্যজনক ভাবে সেখান থেকে পড়ে যায়। তারপরেই তাঁর মৃত্যু হয়।

আনন্দ-এর (Ananda)মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে পর্যন্ত অসুস্থ ছিল কিছুমাস আগে তাঁর ব্রেন টিউমার (Brain Tumour)অপারেশন হয়। ফলে স্বাভাবিক জীবন যাপন সে করতে পারছিল না। তাঁর ঘনিষ্ঠরা বলছেন অপারেশনের পর থেকেই আনন্দ-এর মধ্যে বদল লক্ষ্য করেন তাঁরা। অল্পেতেই মেজাজ হারাত সে, এই নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে অশান্তি লেগেই থাকত। কালকেও মা এর সঙ্গে অশান্তি হয় বলে জানা যায়। তাঁর পরিবারের লোকজন বলছে শারীরিক অসুস্থতার কারণে তাঁর মধ্যে অনেকটা বদল এসেছিল। তাই তাঁর এভাবে পড়ে যাওয়া নিয়ে রহস্য বাড়ছে। সেকি সত্যিই পড়ে গেছে নাকি অন্য কিছু ঘটেছে সবটাই খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিশ(Topsia Police)।
