Monday, August 25, 2025

অর্জুনের দলবদলের পরই বঙ্গ বিজেপিকে আত্মসমীক্ষার পরামর্শ দিলেন অনুপম

Date:

Share post:

বাবুলের পর অর্জুন। একে একে গেরুয়া শিবির ছাড়ছেন দলের শীর্ষ স্থানীয় নেতারা। এই ঘটনায় সরব হলেন অনুপম হাজরা। অর্জুন সিংয়ের দলত্যাগের পর বিজেপি নেতাদের আত্মসমীক্ষার পরামর্শ দিলেন তিনি।  ট্যুইটে অনুপম লেখেন, কেউ দল ছাড়লেই এতে কোনও ক্ষতি হবে না বা গুরুত্ব দিতে নারাজ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ক্ষতি যে কিছুটা হয়ে গেল, সেটা মানতে শেখা দরকার। কেন বারবার দল ছেড়ে যাচ্ছে, সেটা বিশ্লেষণ করা দরকার বলে জানান।


আরও পড়ুন:দলবদলুদের নিয়ে বিজেপির অন্দরে সন্দেহের বাতাবরণ, দিল্লিতে তড়িঘড়ি তলব দিলীপকে







সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের ধস নিয়ে সুর চড়ান অনুপম। ট্যুইটে তিনি লেখেন, , “কেউ দল ছাড়লেই “এতে কোনও ক্ষতি হবে না” বা “গুরুত্ব দিতে নারাজ” বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে “ক্ষতি যে কিছুটা হয়ে গেল” সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার!!! কিন্তু কেউ নিতান্তই নিজের ব্যক্তি-স্বার্থ-চরিতার্থ করার বা নিতান্তই ধান্দাবাজির জন্য অন্য দলে গেলে, সেটাকে গুরুত্ব না দেওয়াই ভাল!!! বাস্তবটাকে অস্বীকার করে কোনও লাভ নেই, কারণ বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা কাউন্সিলর সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদাসম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি!!! অল ইজ ওয়েল বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে দেখতে ভাল লাগলেও, বাস্তবে সেটা সবসময় নাও খাটতে পারে!!” এমনকী পোস্টের শেষে তাঁর এই মন্তব্য ব্যক্তিগত বলেও উল্লেখ করেন তিনি।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...