ফের শহরে আইপিএলকে ( IPL) কেন্দ্র করে বেটিং-এর অভিযোগ। সিআইডি সূত্রের খবর, রবিবার আইপিএলের ফাইনাল ম্যাচ চলাকালীন বেটিং চক্র চালানোর খবর সামনে আসে। মোট ২১ জনকে গ্রেফতার করে সিআইডি।

মঙ্গলবার আবারর শহরে বেটিং চক্রের পর্দাফাঁস করল সিআইডি। জানা যাচ্ছে, মোট ২১ জন বুকিকে গ্রেফতার করেছে তাঁরা। সিআইডি সূত্রে খবর, রবিবার আইপিএলের ফাইনাল চলাকালীন বেটিং চক্র চালানোর খবর পায় তারা। অভিযান চালিয়ে মোট ১৯ জনকে গ্রেফতার করে সিআইডি। ধৃতদের জেরা করে পরে কলকাতার মানিকতলা ও বারাসাত থেকে দুই মাস্টারমাইন্ড দীপক হাজরা ও দিলীপ সাউ নামে দুইজনকে গ্রেফতার করে সিআইডি। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর কম্পিউটার ও মোবাইল ফোন।
গত ২৫ মে ইডেনে ছিল আইপিএল প্লে-অফের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়েন্স। সেই ম্যাচকে কেন্দ্র করেও উঠছিল বেটিং-এর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল আইপিএলের প্লে অফের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ইডেনের ভিতরেই বসেছিল বেটিং চক্র। সেই সময় পাঁচজনকে গ্রেফতার করে ময়দান থানার পুলিস। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনও।

আরও পড়ুন:Robert Lewandowski: বায়ার্নের সঙ্গে সম্পর্ক শেষ, বললেন রবার্ট লেওয়ানডস্কি
