Sunday, August 24, 2025

আর্থিক তছরুপ মামলায় এবার সোনিয়া-রাহুলকে তলব ইডির

Date:

Share post:

আর্থিক তছরুপ মামলায় এবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi) ও তাঁর পুত্র রাহুল গান্ধীকে(Rahul Gandhi) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায়(National Herald) জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে গান্ধী পরিবারের এই দুই সদস্যকে। যদিও ২০১৫ সালেই এই মামলা বন্ধ করে দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিকে গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছে কংগ্রেস।

জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। এবং আগামী ৮ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীকে। যদিও রাহুল গান্ধী বর্তমানে দেশে না থাকায় আগামী ৫ জুন হাজিরার জন্য সময় চেয়েছেন রাহুল। তবে কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্বকে ইডির তলবের ঘটনায় স্বাভাবিক ভাবেই জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্ব সোনিয়া ও রাহুলকে ইডির তলবের বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘১৯৪২ সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় ব্রিটিশরা (সংবাদপত্রের) কণ্ঠস্বর দমানোর চেষ্টা করেছিল। এখন একই কাজ করছে মোদী সরকার। সেজন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে।’ এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে সাংসদ অভিষেক মনু সিংভি বলেন, এই মামলায় কোনও রকম আর্থিক তছরুপের প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে এই পদক্ষেপ।




spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...