Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, FIR দায়ের রোদ্দুর রায়ের নামে

Date:

Share post:

ফের অভিযোগ দায়ের করা হল রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর (CM) বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় চিৎপুর থানায় (Chitpur police station) রোদ্দুর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত (Riju Dutta)। তদন্তের আশ্বাস পুলিশের। এ বিষয়ে এখনও রোদ্দুর রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)কটুক্তির জেরে ফের শিরোনামে রোদ্দুর রায়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কারে পুরস্কৃত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় রোদ্দুর রায় অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে। দেড়ঘণ্টা ধরে ফেসবুক লাইভ করেছিলেন রোদ্দুর রায়। নিজস্ব ভঙ্গিতেই আক্রমণ করেন বিভিন্ন বিশিষ্টজনকে। সেই তালিকায় সবার আগে উঠে এসেছে বর্তমানের বিতর্কিত গায়ক জাতীয় পুরস্কার প্রাপ্ত রূপঙ্কর বাগচীর নাম। সেই লাইভে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়। অশালীন ভাষা প্রয়োগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও। এরপরই সরব হয় তৃণমূল। গতকাল অর্থাৎ ৩ জুন রোদ্দুর রায়ের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর করেছেন তৃণমূল নেতা।এফআইআরে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়। সেই কারণেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...