Saturday, January 10, 2026

১২ ঘণ্টা পরও চট্টোগ্রামের কন্টেনার ডিপোতে জ্বলছে আগুন, মৃত ১৯, আহত শতাধিক

Date:

Share post:

বাংলাদেশের কন্টেনার ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো।  ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং দমকলের কর্মীরাও। আহতরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন:আজ বিশ্ব পরিবেশ দিবস, এর গুরুত্ব কী জানেন?


শনিবার রাত ১১টায় চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে৷ জানা গিয়েছে, ওই ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক ছিল৷ ফলে একের পর এক বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। কিন্তু আগুনে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয়দের বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত ১১টার সময় কন্টেনারে আগুন লাগে৷ তারপর একের পর এক বিস্ফোরণে এলাকা কাঁপতে থাকে৷ বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে আশেপাশের জানলার কাচ ভেঙে যায়৷ চার কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণ টের পাওয়া গিয়েছে৷তবে ঘটনার ১১ ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


দুর্ঘটনার সময় কয়েকশো শ্রমিক সেখানে কাজ করছিলেন৷ ফলে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হন৷ এত বিপুল সংখ্যক অগ্নিদগ্ধদের চিকিৎসায় রবিবার চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করেছে হাসিনা সরকার৷ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও আহতদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে সব হাসপাতালে আহতদের ভিড় উপচে পড়েছে৷

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...