Friday, August 22, 2025

হবু বরকে গ্রেফতার করা অসমের ‘লেডি সিংঘম’ এবার নিজেই শ্রীঘরে! কিন্তু কেন?

Date:

Share post:

প্রতারণার অভিযোগে নিজের বাগদত্তাকে গ্রেফতার করে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন অসম পুলিশের ‘লেডি সিংঘম’ জুনমণি রাভা। রাতারাতি উঠে এসেছিলেন সংবাদ শিরোনামে। এবার হবু স্বামীর সঙ্গে জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে জুনমণিকেই যেতে হল শ্রীঘরে!

পুলিশি তদন্তের সময় দুই ঠিকাদার অভিযোগ করেন, তাঁরা জুনমণির বাগদত্তা রানা পোগাগের সঙ্গে আর্থিক চুক্তি করেছিলেন। জুনমণির মাধ্যমেই তাঁদের সঙ্গে রানার যোগাযোগ। রানা তাঁদের যে বিপুল টাকা নিয়ে জালিয়াতি করেন, সেটা জুনমণি জানতেন। জুনমণি এই জালিয়াতির ঘটনায় সমান অংশীদার। জুনমণির হয়েই তাঁর হবু বর ঠিকাদারদের কাছ থেকে টাকা তুলতেন। ‘লেডি সিংঘম’ নিজে বাঁচতে তাঁর বাগদত্তাকে গ্রেফতারের নাটক করেছেন।

এমন অভিযোগ পাওয়ার পরই তদন্তকারী পুলিশ অধিকারিকরা জুনমণিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।টানা দু’দিন জিজ্ঞাসাবাদের পর জেরায় অসঙ্গতি মেলার পর অসমের নগাঁও জেলার সাব-ইনস্পেক্টর জুনমণিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারকরা। মাজুলি জেলে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ওএনজিসিতে চাকরি দেওয়ার নামে বেশকয়েক জনের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে গত ৫ মে নিজের হবু বর রানাকে গ্রেফতার করেন জুনমণি। মাজুলিতে থাকার সময়ই জুনমণির সঙ্গে পরিচয় রানার। সেখান থেকে প্রেম। তারপর গত বছর অক্টোবরে ধুমধাম করে তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়। রানা নিজেকে ওএনজিসির জনসংযোগ বিভাগের কর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। এর পর নগাঁওতে বদলি হয়ে রানার জালিয়াতির কথা জানতে পারেন বলে জুনমণি দাবি করেছিলেন। রানার ব্যাগ থেকে ওএনজিসির ভুয়ো সিল ও নথিপত্র পেয়ে তাঁকে গ্রেফতার করেন জুনমণি। রানা বর্তমানে মাজুলি জেলে। রানাকে গ্রেফতার করে গোটা অসম জুড়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন জুনমণি। মানুষ তাঁকে ‘লেডি সিংঘম’ বলে ডাকতে শুরু করে। এবার তাঁকেই জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে যেতে হল শ্রীঘরে!

আরও পড়ুন:দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...