Sunday, January 11, 2026

লক্ষ্য নারী ক্ষমতায়ন, ত্রিপুরা উপনির্বাচনে বড়দোয়ালি কেন্দ্রে প্রার্থী বদল তৃণমূলের

Date:

Share post:

তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী বরাবর নারী ক্ষমতায়নের পক্ষে সওয়াল করে এসেছেন। এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি। পশ্চিমবঙ্গে তৃণমূলের মহিলা বিধায়ক প্রায় পঞ্চাশ শতাংশ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নারীর ক্ষমতায়নের সংস্কৃতি রয়েছে। এবার পড়শি রাজ্য ত্রিপুরাতেও নারীর ক্ষমতায়নের বার্তা দিতে চায় তৃণমূল। তাই আসন্ন ৪টি বিধানসভা উপনির্বাচনে দুই কেন্দ্রে মহিলা প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির।





আরও পড়ুনঃ ৩দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে ঠাসা কর্মসূচি


আগামী ২৩ জুন ত্রিপুরার উপনির্বাচন। সোমবার ছিল মনোনয়ন দাখিল করার শেষ দিন। আগেই চার কেন্দ্রের জন্য মনোনয়ন দিয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। তবে শেষদিনে
টাউন বড়দোয়ালি কেন্দ্রে হঠাই প্রার্থী বদল করে তৃণমূল কংগ্রেস। আগে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন নীলকমল সাহা। দলের নির্দেশে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। এবং তাঁর পরিবর্তে সংহিতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দেন।

প্রার্থী পরিবর্তন নিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক জানান, দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কে প্রার্থী হল, সেটা বিষয় নয়। নির্বাচন শান্তিপূর্ণভাবে হলে চারটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে।

রাজ্য সভাপতির কথায়, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা রাজ্যের বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করছি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন মহিলাদের ক্ষমতায়নের করার জন্য, যার ফলে টাউন বড়দোয়ালিতে প্রার্থী পরিবর্তন হয়েছে৷ তিনি বিশেষত মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কমপক্ষে দুজন মহিলা প্রার্থী দিতে আমাদের বলেছিলেন। আমরা সুরমা ও যুবরাজনগরে দুজন যুব প্রার্থী এবং আগরতলা ও টাউন বড়দোয়ালিতে দুজন মহিলা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংহিতা বন্দোপাধ্যায় এখন টাউন বড়দোয়ালি থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের প্রার্থীরা সুশিক্ষিত এবং তৃণমূল স্তরের লড়াকু সৈনিক হওয়ায় আমরা এই নির্বাচনে জয়ী হব বলে বিশ্বাসী।


মনোনয়ন দাখিলের পরেও তা প্রত্যাহার করে নিতে বলায় তৃণমূল নেতা নীলকমল সাহার কী কোনও অভিমান বা ক্ষোভ হয়েছে? এ প্রসঙ্গে সুবল ভৌমিক বলেন, ” আমাদের প্রতিবেশি তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে। যেখানে আমাদের দলের পঞ্চাশ শতাংশ বিধায়ক মহিলা, যা ভারতীয় রাজনীতিতে একটি বিরল ঘটনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নারী ক্ষমতায়নের সংস্কৃতি রয়েছে। নীলকমল সাহা একজন খুব ভাল নেতা এবং তিনিও টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে সংহিতা বন্দোপাধ্যায়য়কে উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন করেছেন।”

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...