সাড়ে চার দিনে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে গিনেস বুকে নাম তুলল এনএইচএআই

মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এনএইচএআই

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নিশ্চয়ই ভাবছেন কীভাবে ? মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এনএইচএআই। আর তারই দৌলতে তাদের এই সম্মান প্রাপ্তি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এই খবর দিয়ে বলেছেন, এত দীর্ঘ পথ এত কম সময়ে তৈরি করার নজির সারা বিশ্বে কারো নেই।

জানলে অবাক হয়ে যাবেন যে মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ৭৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। আর এজন্য কর্মীরা সময় নিয়েছেন মাত্র সাড়ে চার দিন। একটি পূর্ণাঙ্গ রাস্তার দুটি লেনের একটি অংশ বিটুমিন কংক্রিটের তৈরি এই ৭৫ কিলোমিটার পথ।

জানা গিয়েছে, এই রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে। রাস্তা নির্মাণ করেছেন রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদমি । দুটি সংস্থার ইঞ্জিনিয়ার ও কর্মীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেছেন, সংস্থার দক্ষতাতেই এই সম্মান এসেছে ।