Sunday, August 24, 2025

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের মতামত জানতে মমতা-অখিলেশ-খাড়গেকে ফোন রাজনাথের

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনকে(Precidential election) কেন্দ্র করে শাসক ও বিরোধী দুই শিবিরেই তৎপরতা একেবারে তুঙ্গে। বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠকে বসে বিরোধী শিবির। এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের ভাবনাচিন্তা কী তা জানতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ফোন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath sing)। পাশাপাশি শাসক শিবির থেকে ফোন করা হয়েছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও সপা প্রধান অখিলেশ যাদবকে(Mallikarjun kharge)। ফলে জল্পনা শুরু হয়েছে তবে কি মোদি সরকার নির্বাচনী লড়াইয়ে না গিয়ে সকলের মনোনিত কোনও প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বসাতে ইচ্ছুক?

জানা গিয়েছে, বুধবার সকালে বিরোধী বৈঠকের আগেই তৃণমূল নেত্রীকে ফোনে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। যেখানে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা কাকে প্রার্থী করার কথা ভাবছে সে বিষয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি প্রস্তাব দেওয়া হয় প্রতিদ্বন্দ্বিতায় না গিয়ে শাসক-বিরোধী সকলের মনোনীত কাউকে রাষ্ট্রপতি করার। যদিও সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনাথের কাছে জানতে চান শাসক শিবির থেকে কাকে প্রার্থী করার ভাবা হচ্ছে। যদিও এবিষয়ে রাজনাথ কোনও কিছু স্পষ্ট করেননি। পাশাপাশি, এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, “রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আমাদের মতামত জানতে চান। আমি জানতে চেয়েছি, তাঁদের কী প্রস্তাব, কারা প্রার্থী?…এই প্রসঙ্গে কিছু বলেননি। আমরা যদি সর্বসম্মতিতে, বিতর্কিত নয় এমন কাউকে (রাষ্ট্রপতি পদপ্রার্থী) বাছাই করি, তা হলে কি সরকার মেনে নেবে?”

অন্যদিকে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শুরুতে শরদ পাওয়ারের নাম জল্পনার কেন্দ্র বিন্দুতে উঠে এলেও পাওয়ার এই নির্বাচনের লড়ার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে এদিনের বৈঠকে অন্য দুটি নামের প্রস্তাব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা হলেন, গোপাল কৃষ্ণ গান্ধী ও ফারুক আবদুল্লা।


spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...