Thursday, November 13, 2025

রাষ্ট্রপতি পদে বিজেপির পছন্দ দক্ষিণী মহিলা মুখ! তামিলি-র নাম ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

অবিজেপি দলগুলির তরফে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি(Precident) পদপ্রার্থী ঠিক করার বৈঠকের পরের দিনই বিজেপির (BJP) তরফে ওই পদের জন্য দক্ষিণ ভারতের মহিলা প্রার্থীর নাম ভাসানো হল। তেলেঙ্গানার রাজ্যপাল তামিলি সৌন্দরারাজন (Tamili Soudararajan)। রাজনৈতিক মহলের মতে, এক ঢিলে তিন টার্গেট চাইছে পদ্ম শিবির। এক, দক্ষিণ ভারত। দুই, পিছিয়ে পড়া সম্প্রদায়। তিন, মহিলা।

কে এই তামিলি সৌন্দরারাজন?
তামিলি তেলেঙ্গানার দ্বিতীয় রাজ্যপাল (Governor)। এর আগে তিনি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। বিজেপির তামিলনাড়ুর রাজ্য সভাপতি ছিলেন তামিলি। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তাঁর বাবা ছিলেন কংগ্রেস সাংসদ। স্বামী চিকিৎসক।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির বিভাজনের রাজনীতি দেশজুড়ে লাগাতার ধাক্কা খাচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া মোদি সরকার। জাতপাতের রাজনীতি ব্যবহার করে বিভাজনের থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। পাশাপাশি, দক্ষিণী দলিত মহিলা প্রার্থী দাঁড় করাতে পারলে, ওই ফর্মুলায় বিরোধীদের থেকেও ভোট আদায় করা যাবে। আর এভাবে বিরোধীদের মধ্যেই তৈরি করা যাবে বিভাজন। রাজনীতির এক নয়া চাল গেরুয়া শিবিরের। অর্থাৎ, দক্ষিণী প্রার্থীকে সামনে এনে সমঝোতায় ভাঙন ধরানো। কারণ, ডিএমকে বিরোধী জোটে থাকলেও বিজেপির দক্ষিণী প্রার্থীকেই তারা সমর্থন দিতে বাধ্য হবে বলে মনে করছে তারা। এই পরিস্থিতিতে এখন তামিলি সৌন্দরারাজনকেই বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদ করার দিকে পাল্লা ভারী বলে সূত্রের খবর।

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...