Tuesday, May 13, 2025

নিঃশব্দ বিপ্লব: ৮ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

এর আগে বহুবার জনসভায় তিনি বিজেপি (BJP) নেতাদের উদ্দেশ্যে বলেছেন, “আপনি কী কাজ করেছেন দেখান, আমি সাংসদ হিসেবে কী কাজ করেছি প্রকাশ করব। কুৎসা নয়, কাজের নিরিখে তুলনা হোক।“ কিন্তু কোনও বিজেপি সাংসদের সেই দম হয়নি। কিন্তু নিজের ৮ বছরের কাজের খতিয়ান ‘নিঃশব্দ বিপ্লব’ পুস্তিকা আকারে প্রকাশ করলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour ) তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, পৈলানে ওই পুস্তিকা প্রকাশ করে অভিষেক জানান, বইতে বিধায়ক বা পঞ্চায়েতের কাজের কোনও খতিয়ান নেই। শুধু মাত্র সাংসদ হিসেবে অভিষেকের কাজের পাই-পয়সার হিসেব দেওয়া আছে। তৃণমূল সাংসদ বলেন, শুধু সাংসদ হিসেবে তাঁর ৮ বছরে কাজের খতিয়ান দিয়েই এত মোটা বই প্রকাশ হয়েছে। যদি সব তৃণমূল সাংসদের কাজের খতিয়ান দেওয়া যেত তাহলে পাতা উল্টোতেই বিজেপির সময় চলে যেত, কুৎসা করার সুযোগ পেত না।

কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অভিষেক। জানান, করোনার অজুহাতে গত দুবছর ধরে সাংসদ তহবিলের টাকা দিচ্ছে না কেন্দ্র। তিনি বলেন, “প্রয়োজনে আমায় বেতন দিও না। কিন্তু মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ দাও।“ এরপরেই বিজেপিকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, বাংলার বিজেপি শিবির ইতিমধ্যেই ছত্রভঙ্গ। তৃণমূল গেট খুলে দিলে কালবৈশাখী ঝড়ের মতো দলটাই উঠে যাবে। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন “তোমাদের কাছে ইডি আছে, টাকা আছে। আমাদের সাথে মানুষ আছে। মমতার ছবি আর কর্মীরা আমাদের শক্তি। এই কর্মী আর কোথাও পাবেন না।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সামনে কোনও নির্বাচন নেই। লোকসভা নির্বাচন ২বছর পরে। কিন্তু এখনই তিনি কাজের খতিয়ান প্রকাশ করলেন। কারণ তৃণমূল শুধু ভোটের আগে নয়, সারা বছর মানুষের পাশে থাকে। তাঁর সংসদীয় অঞ্চলে বাইপাস-সহ যে কাজ বাকি আছে তা দ্রুত হবে বলে জানান তৃণমূল সাংসদ।


spot_img

Related articles

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...