Tuesday, August 12, 2025

অবিরাম বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি উত্তরে, ভাঙল ব্রিজ, দক্ষিণেও হালকা বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

প্রবল বর্ষণে বানভাসি অবস্থা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। তবে উত্তরের তুলনায় বৃষ্টির দাপট কম দক্ষিণবঙ্গে। সোমবার সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়লে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়।


আরও পড়ুন:অগ্নিপথ : ভুয়ো খবর ছড়ানোয় বন্ধ ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ , ধৃত ১০


এদিকে অবিরাম বৃষ্টিপাতের জেরে বানভাসি পরিস্থিতি উত্তরবঙ্গে। এদিন সকালে তিস্তা ব্যারেজ থেকে ২৩৮৩.৪৬ কিউসেক জল ছাড়ায় নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ফলে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে সেচ দফতর। পাশপাশি নদীর সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সঙ্কেত। অন্যদিকে মহানন্দা সহ বালাসন নদীতেও আনেকটাই জলস্ফীতি হয়েছিল। ফলে শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসন সেতুর পাশে তৈরি রাস্তা ও হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী ব্রিজ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। কয়েকদিন আগেই ওই ব্রিজের অ্যাপ্রোচ রোড ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রশাসনের তরফে রাস্তাটি মেরামত করে আবারও যান চলাচলের উপযোগী করে তোলা হয়। কিন্তু, ফের রবিবার রাতের ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই রাস্তাটি সম্পূর্ণভাবে জলের তোড়ে ভেসে যায়।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হবে। শিলিগুড়ির সেবকের ১০ নম্বর জাতীয় সড়কে আজ ধস নামে।


দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে । সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি।  দু-এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া এই চার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।


spot_img

Related articles

অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়ার পরেই মুখ্যসচিবকে তলব কমিশনের

ভোটার তালিকা সংক্রান্ত কাজ নিয়ে কমিশনের অভিযোগের কারণে রাজ্য সরকার পাঁচ আধিকারিক ও কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছিল।...

লোকসভায় গৃহীত বিচারপতি যশবন্ত ভর্মার ইম্পিচমেন্ট প্রস্তাব

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিচারপতি যশবন্ত ভর্মার (Yashwant Varma) ইম্পিচমেন্ট প্রস্তাব গৃহীত হল লোকসভায়। মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লা...

মোদির ভুল নীতির মাশুল! ১৩ হাজার কোটি ক্ষতির মুখে গোটা দেশ

বছরের পর বছর ধরে ট্রাম্পকে বন্ধু দাবি করে সেই বিরাট ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...