Tuesday, August 26, 2025

ST সম্প্রদায়ভুক্ত দ্রৌপদী মুর্মুকে সমর্থন করব: তবে শর্ত দিলেন অভিষেক

Date:

Share post:

দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে ইতিমধ্যেই। এনডিএ-র তরফে প্রার্থী হয়েছেন তপশিলি উপজাতি সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu) এবং বিরোধীদের তরফে যশবন্ত সিনহা(Yashbant Shinha)। তবে এই নির্বাচনে তৃণমূল তপশিলি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে রাজি। তবে তার জন্য বেশকিছু শর্ত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, বিজেপির তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ঘোষণা তপশিলি উপজাতিতে অগ্রগতির জন্য নয়, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

বুধবার শিলংয়ে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন ও কর্মিসভা উপলক্ষ্যে একদিনের সফরে মেঘালয় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, কেন একজন তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করছে না তৃণমূল? তাঁর উত্তরে অভিষেক জানান, “গোটা দেশে তপশিলি জাতি ও উপজাতিদের উপর অপরাধের দিক থেকে শীর্ষে রয়েছে কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি। গত ৫ বছর যিনি দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন তিনি তপশিলি জাতি সম্প্রদায়ের। অথচ উন্নাও, লখিমপুর খেরিতে দলিতদের উপর একের পর এক অত্যাচারেও একটিবারের জন্য মুখ খোলেননি তিনি। দেশে বিরাট আড়ম্বর করে রামমন্দিরের উদ্বোধন হল। অথচ একজনও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি আমন্ত্রিত ছিলেন না। দলিত সম্প্রদায়ের প্রতিনিধি দেশের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ জানানো হয়নি। দেশজুড়ে দলিত সংক্রান্ত ৯০ শতাংশ মামলা আদালতে ঝুলে রয়েছে। কেন স্কলারশিপ কমানো হচ্ছে দলিত পড়ুয়াদের? দলিত মহিলাদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে। ওরা(বিজেপি) বলছে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। তবে তা দেশের দলিত সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।”

এরপরই সকলকে চমকে দিয়ে অভিষেক বলেন, “আমরা এনডিএ প্রার্থীকে সমর্থন দেব। দ্রৌপদী মুর্মু প্রকাশ্যে বলুক, রাষ্ট্রপতি পদে বসার ৩ মাসের মধ্যে দলিত সংক্রান্ত ৯০ শতাংশ মামলা যা আদালতে ঝুলে রয়েছে তা শূন্যে নেমে আসবে। এসসি, এসটি সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের স্কলারশিপ কমানো হবে না। আগামী বছর কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাটের মত রাজ্যগুলিতে কোনও দলিতের উপর অপরাধ মূলক ঘটনা ঘটবে না। ওনাকে বলতে হবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক স্বার্থ নয়, দেশের সংবিধানই তাঁর মূল মন্ত্র হবে। এই প্রতিশ্রুতি যদি দেওয়া হয়, তবে আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম অবশ্যই সমর্থন করব এনডিএ প্রার্থীকে।”


spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...