Friday, August 22, 2025

সফল ‘অপারেশন কমল’: হাসি চওড়া ফড়ণবীসের, উপমুখ্যমন্ত্রী শিন্ডে!

Date:

Share post:

টানটান নাটকের পর অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। সুযোগের অপেক্ষায় কুমিরের মতো অপেক্ষা করতে থাকা বিজেপির(BJP) অপারেশন কমল অবশেষে সফল। মানুষের দ্বারা নির্বাচিত আরও একটি সরকার ফেলতে সফল হল গেরুয়া বাহিনী। এরপরই মুখে চওড়া হাসি দেখা গেল দেবেন্দ্র ফড়ণবীসের(Devendra Fadnavis)। ঠাকরের ইস্তফার পর বুধবার রাতে মিষ্টি বিতরণ শুরু হয় বিজেপির পার্টি অফিসে।

আড়াই বছর ধরে নানা চেষ্টার পর অবশেষে বিজেপির এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বিজেপি অফিসে। শোনা যাচ্ছে আগামী ১ জুলাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। এবং তাঁর ডেপুটি হতে চলেছেন বিদ্রোহী বিধায়ক তথা সরকার ফেলার মূল অস্ত্র একনাথ শিন্ডে। গত কয়েকদিন ধরে পরিস্থিতির উপর কড়া নজর রাখছিল গুয়াহাটির হোটেলে থাকা শিণ্ডে শিবির এবং মহারাষ্ট্রের(Maharastra) বিজেপি শিবির। রাতেই মুম্বইয়ের একটি হোটেলে বিজেপির পরিষদীয় কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই আগামী দিনের রণকৌশল তৈরি হয়ে যায়। রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে আসেন ফড়ণবীস। ওদিকে রায় ঘোষণার পরই শিণ্ডে-সহ বিদ্রোহী বিধায়করা অসম থেকে গোয়া উড়ে আসেন।। বর্তমানে গোয়ার একটি হোটেলে রয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে দেবেন্দ্র ফড়ণবিস ফর্মুলা সিক্স মেনে নতুন মন্ত্রিসভা সাজাবেন। অর্থাৎ ৬ জন বিধায়ক পিছু একজন করে মন্ত্রী। এই মুহূর্তে নির্দল এবং প্রহার পার্টি মিলিয়ে একনাথ শিণ্ডে শিবিরের বিধায়ক সংখ্যা পঞ্চাশের আশেপাশে। তাঁদের মধ্যে ৮ জন মন্ত্রী রয়েছেন। তাঁদের প্রত্যেককেই ফের মন্ত্রী করা হবে। এছাড়াও আরও দুই প্রতিমন্ত্রী পেতে পারে শিব সেনা। আর বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডেকে করা হতে পারে উপমুখ্যমন্ত্রী।

এদিকে বৃহস্পতিবার একটি টুইট করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। যেখানে দেখা যাচ্ছে সাদা কুর্তা-পাঞ্জাবি পরা একটি শরীরের পিছনের অংশ। পিঠের উপর তিনটি গভীর ক্ষতচিহ্ন। ছবির অবয়বের সঙ্গে সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মিল স্পষ্ট। আঘাতের চিহ্ন বলছে, পিছন থেকে হামলার শিকার হয়েছেন তিনি। মনে করা হচ্ছে ‘সম্ভাব্য হামলাকারী’ হিসেবে বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন সঞ্জয়। এই ছবি দেখে রাজনৈতিক মহলের দাবি, ঠাকরেকে যে পিছন থেকে ছুরি মারা হয়েছে এটাই বোঝাতে চেয়েছেন রাউত। আর এ ক্ষেত্রে সামনে চলে আসছে মরাঠা ইতিহাসের সেই পরিচিত অস্ত্র— বাঘনখ। যার আঘাতে বিজাপুরের সেনাপতি আফজল খানকে হত্যা করেছিলেন ছত্রপতি শিবাজি। একইসঙ্গে সঞ্জয় বৃহস্পতিবার শিন্ডে শিবিরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে বলেছেন, “নিজেদের লোকেরাই পিঠে ছুরি মেরেছে। কিন্তু ক্ষমতার জন্য শিবসেনার জন্ম হয়নি। ক্ষমতার জন্ম হয় শিবসেনার জন্য। আমরা আবার ঘুরে দাঁড়াব।”


spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...