Tuesday, November 11, 2025

ফের স্পাইস জেট: মাঝআকাশে উইন্ডো স্ক্রিনে ফাটল, জরুরি অবতরণ বিমানের

Date:

Share post:

দুপুরের পর বিকেলে ফের জরুরি অবতরণ স্পাইস জেটের(Spice jet) বিমানে। একইরকমভাবে এবারও মাঝআকাশে বিমানে গোলযোগ। কোনওমতে জরুরি অবতরণ(Emergency Landing) ঘটিতে এড়ানো গেল দুর্ঘটনা। এবার গুজরাত(Gujrat) থেকে মহারাষ্ট্রগামী(Maharastra) বিমানের উইন্ডশিল্ডে মাঝ আকাশেই ধরল ফাটল। একইদিনে পরপর দু’বার বিমানে গোলযোগের ঘটনায় স্পাইস জেটের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, এদিন বিকেলে গুজরাতের কান্ডালা থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের উদ্দেশে উড়েছিল স্পাইসজেটের একটি বিমান। কয়েক ঘণ্টার রাস্তায় মাঝ আকাশেই ফাটল ধরে বিমান চালকের সামনেক কাচের বহিরাবরণে। ভিতরের আবরণটিতেও চিড় ধরলে বিমানের ভিতরে হাওয়া ঢুকে বিমানের বায়ুর চাপে গণ্ডগোল হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষপর্যন্ত বিমানটিকে জরুরি অবতরণ করিয়ে তা এড়ানো গিয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, নিরাপদেই রয়েছেন যাত্রীরা। এফএল২৩০ বিমানে দ্বিতীয় পাইলটের সামনের জানলার কাচে ফাটল ধরায় বিমানটিকে জরুরি ভিত্তিতে মুম্বইতেই অবতরণ করানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরেই যান্ত্রিক গোলযোগের জন্য দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে জরুরি অবতরণ করাতে হয় করাচিতে। এরপর বিকেলে ফের মাঝ আকাশে সমস্যা স্পাইস জেটে। আর এই নিয়ে গত তিন মাসে ন’বার বিমানে গোলযোগের ঘটনা ঘটল স্পাইসজেটের বিমানে। বারবার বিমানে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে বিমানটির যাত্রী নিরাপত্তা নিয়ে।


spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...