Monday, November 10, 2025

মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্যকে সমর্থন করে না দল, সাফ জানালো তৃণমূল

Date:

Share post:

আগেও বিতর্কিত মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন। ফের সীমা ছাড়ালেন সাংসদ মহুয়া মৈত্র। বাইরে কী সমালোচনা হল সেদিকে না তাকিয়ে সরাসরি দল থেকে কঠোর নিন্দা করা হল। এবার মা কালী নিয়ে তাঁর মন্তব্য একেবারেই ভালো নজরে নেয়নি দল। এবং তড়িঘড়ি তৃণমূলের তরফে অফিসিয়ালভাবে টুইট করে সেকথা জানিয়ে দেওয়া হয়।

 

একটি অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে এক তথ্যচিত্রের পোস্টার সংক্রান্তে প্রশ্নের প্রেক্ষিতে একটি মন্তব্য করেন নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার পরেই তাঁর সেই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়।

মহুয়ার বক্তব্য ঠিক ছিল?

‘‘আমি সঙ্ঘীদের বলতে চাই, অসত্য বলে আপনারা ভাল হিন্দু হতে পারবেন না। আমি কখনওই কোনও চলচ্চিত্রের কোনও পোস্টারের সমর্থন করে ধূমপান শব্দের উল্লেখ করিনি। তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরনের খাবার বা পানীয় দেওয়া হয়”।

তবে ঘটনা যাইহোক না কেন, মহুয়া যাই বোঝাতে চান না কেন, এই বিষয়টি নিয়ে একেবারে দায় নিতে নারাজ তৃণমূল। বিতর্ক এড়াতে তাই দলের তরফে টুইটে লেখা হয়, “একটি অনুষ্ঠানে দেবী কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনওভাবেই নিচ্ছে না তৃণমূল। এই মন্তব্য একান্তই তাঁর নিজের। তৃণমূল কংগ্রেস ওই মন্তব্য সমর্থন করে না বা মান্যতা দেয় না। সর্বভারতীয় তৃণমূল এই ধরনের মন্তব্যের নিন্দা করছে।”

কোথায় ঘটনার সূত্রপাত?

কানাডা প্রবাসী ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের “কালী” তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেধেছে। তথ্যচিত্রের এই পোস্টারের তীব্র নিন্দা করেছেন তৃণমূলেই সাংসদ নুসরাত জাহান। কিন্তু মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে যাবতীয় বিতর্ক। যার দায়ভার নিচ্ছে না তৃণমূল।

আরও পড়ুন- CBSE Result 2022: জুলাইয়ের শেষেই প্রকাশিত হবে সিবিএসই দশম-দ্বাদশের ফল

 

spot_img

Related articles

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...