Saturday, January 10, 2026

মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্যকে সমর্থন করে না দল, সাফ জানালো তৃণমূল

Date:

Share post:

আগেও বিতর্কিত মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন। ফের সীমা ছাড়ালেন সাংসদ মহুয়া মৈত্র। বাইরে কী সমালোচনা হল সেদিকে না তাকিয়ে সরাসরি দল থেকে কঠোর নিন্দা করা হল। এবার মা কালী নিয়ে তাঁর মন্তব্য একেবারেই ভালো নজরে নেয়নি দল। এবং তড়িঘড়ি তৃণমূলের তরফে অফিসিয়ালভাবে টুইট করে সেকথা জানিয়ে দেওয়া হয়।

 

একটি অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে এক তথ্যচিত্রের পোস্টার সংক্রান্তে প্রশ্নের প্রেক্ষিতে একটি মন্তব্য করেন নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার পরেই তাঁর সেই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়।

মহুয়ার বক্তব্য ঠিক ছিল?

‘‘আমি সঙ্ঘীদের বলতে চাই, অসত্য বলে আপনারা ভাল হিন্দু হতে পারবেন না। আমি কখনওই কোনও চলচ্চিত্রের কোনও পোস্টারের সমর্থন করে ধূমপান শব্দের উল্লেখ করিনি। তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরনের খাবার বা পানীয় দেওয়া হয়”।

তবে ঘটনা যাইহোক না কেন, মহুয়া যাই বোঝাতে চান না কেন, এই বিষয়টি নিয়ে একেবারে দায় নিতে নারাজ তৃণমূল। বিতর্ক এড়াতে তাই দলের তরফে টুইটে লেখা হয়, “একটি অনুষ্ঠানে দেবী কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনওভাবেই নিচ্ছে না তৃণমূল। এই মন্তব্য একান্তই তাঁর নিজের। তৃণমূল কংগ্রেস ওই মন্তব্য সমর্থন করে না বা মান্যতা দেয় না। সর্বভারতীয় তৃণমূল এই ধরনের মন্তব্যের নিন্দা করছে।”

কোথায় ঘটনার সূত্রপাত?

কানাডা প্রবাসী ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের “কালী” তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেধেছে। তথ্যচিত্রের এই পোস্টারের তীব্র নিন্দা করেছেন তৃণমূলেই সাংসদ নুসরাত জাহান। কিন্তু মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে যাবতীয় বিতর্ক। যার দায়ভার নিচ্ছে না তৃণমূল।

আরও পড়ুন- CBSE Result 2022: জুলাইয়ের শেষেই প্রকাশিত হবে সিবিএসই দশম-দ্বাদশের ফল

 

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...