Friday, January 2, 2026

এবার ডিজিটাল মিডিয়াতেও মোদির হস্তক্ষেপ, আইন না মানলে জরিমানা 

Date:

Share post:

ফের গণতন্ত্রের কন্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি (BJP) সরকার। সংসদে (Parliament) সাংসদদের শব্দ প্রয়োগের ক্ষেত্রে জন্য সেন্সর চালু করার পর এবার সংবাদমাধ্যমের (News Media)স্বাধীনতাকেও কুক্ষিগত করতে চাইছে নমো সরকার। শীঘ্রই এই নিয়ে নয়া দিল আনতে চলেছে কেন্দ্র (Central Government), না মানলে থাকছে জরিমানা।

আবার স্বৈরাচারী শাসন চালু করার পথে কেন্দ্রের মোদি সরকার। অসংসদীয় শব্দের তালিকার পর এবার সংসদ চত্বরে ধর্না-বিক্ষোভ করা যাবে না বলে নির্দেশিকা দিয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেল (Secretary General)। এরপর গণতন্ত্রের কন্ঠরোধ (Voice of democracy) করার নয়া চাল, ডিজিটাল সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণের পথে মোদি সরকার (Modi Government)। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেই অধিবেশনেই নয়া আইন প্রণয়ন করতে চলেছে বিজেপি সরকার। আগামী ১২ অগস্ট পর্যন্ত চলবে সংসদের বাদল অধিবেশন। সেখানেই আইন সংশোধনী বিল আনা হবে বলে সূত্রের খবর। নতুন আইনে জরিমানার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে রাখা হয়েছে । জানা যাচ্ছে আইন প্রণয়নের ৯০ দিনের মধ্যে নথিভুক্তকরণের আবেদন করতে হবে । এর জন্য প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত, ডিজিটাল মিডিয়া (Digital Media) কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I & B) দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবে গত বছর চালু করা নতুন আইটি নিয়ম অনুসারে স্বেচ্ছায় মন্ত্রকে নিজেদের রেজিস্টার করাতে পারে ডিজিটাল মিডিয়া। তবে বিল পাশ হয়ে গেলে, প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করে নিবন্ধন করাতে হবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে। এর আগে বৃহস্পতিবার সংসদের সেক্রেটারি জেনারেলের তরফে জারি করা বুলেটিনে বলা হয়েছে, সংসদ চত্বরে কোনও প্রকার বিক্ষোভ, ধর্না, অনশন অথবা কোনও ধর্মীয় আচার পালন করা যাবে না। আর এই নির্দেশ আসা মাত্রই মোদি সরকারকে আক্রমণে নেমেছে বিরোধীরা। তার মধ্যেই এবার ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ রাখতে বিজেপি সরকার। যদি এই বিল পাস হয়ে যায় তাহলে, এই প্রথম ভারতে মিডিয়া নিয়ন্ত্রণের সংশোধিত আইনে অন্তর্ভুক্ত হবে ডিজিটাল সংবাদমাধ্যম।


spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...