Wednesday, December 24, 2025

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, তালিকায় ভারতের স্থান কত?

Date:

Share post:

এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বাধ্যতামূলক। অতিমারি পর্বে পাসপোর্ট থাকলেও অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে বিস্তর বিধিনিষেধ ছিল। তবে যখন অতিমারির প্রকোপ থেকে গোটা বিশ্ব যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সেইসময় ইউরোপীয় দেশগুলিকে পিছনে ফেলে শক্তিশালী পাসপোর্ট হিসাবে জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার নাম উঠে এসেছে। অভিবাসন পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে জাপানের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে অবাধে প্রবেশ করা যাবে। সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট দিয়ে ১৯২ টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিকে রাশিয়ান পাসপোর্ট এই তালিকায় ৫০তম স্থানে রয়েছে। এই পাসপোর্ট দিয়ে নির্ঝঞ্ঝাটে ১১৯টি দেশে প্রবেশ করা যাবে।

আরও পড়ুন:ভুটানের সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে দু-দুটো গ্রাম তৈরি করে ফেলেছে চিন!

অতিমারির ঢেউ কাটিয়ে বিশ্বের এই তালিকায় চিনও ৬৯তম স্থানে রয়েছে। ভিনা পাসপোর্ট দিয়েও সহজভাবে ৮০টি দেশে প্রবেশ করা যাবে। কিন্তু এই তালিকায় বিশ্বের নিরিখে আফগানিস্তানের পাসপোর্ট অনেকটাই কম শক্তিশালী। ১১২তম স্থানে রয়েছে আফগানিস্তান এবং ৮৭তম স্থানে রয়েছে ভারতও। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেইলিন বিবৃতিতে বলেন, “ভ্রমণের স্বাধীনতা পুনরুদ্ধার হতে সময় লাগবে।”

২০১৭ সালের সমীক্ষা অনুযায়ী এশিয়ান দেশগুলি বিশ্বের ১০টি সর্বাধিক গৃহীত পাসপোর্টের মধ্যে স্বীকৃত হয়েছিল। এই ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির আধিপত্য অনেকটাই কমেছে। তালিকায় দক্ষিণ কোরিয়ার পিছনে রয়েছে জার্মানি।

হেনলি অ্যান্ড পার্টনার্স ইনডেক্স ১৭ বছরের ডেটা ব্যবহার করে বিশ্বের নাগরিকত্বের মূল্য নির্ধারণ করতে সহায়তা করে। কোন দেশ ভিসা অবাধে পায় অথবা ভিসা অন অ্যারাইভ্যালের সুযোগ সুবিধা দেয়, সেই তথ্য তুলে ধরে এই সংস্থা। ব্রিটেন এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এবং এই পাসপোর্ট দিয়ে ১৮৭টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিনে মার্কিন পাসপোর্ট দিয়ে ১৮৬টি দেশে প্রবেশ করা যাবে।



 

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...