Monday, May 12, 2025

আন্তর্জাতিক বাজারে কমেছে দাম, জ্বালানি তেলে রফতানি কর কমাল কেন্দ্র

Date:

Share post:

আন্তর্জাতিক বাজারে(International Market) বেশ কিছুটা কমেছে তেলের দাম(Oil Price)। এই পরিস্থিতিতে তেল রফতানিতে(Oil export) করের পরিমান কিছুটা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে এখন থেকে লিটার প্রতি ৬ টাকা করে কমবে পেট্রোল(Petrol) রফতানির খরচ। পাশাপাশি ডিজেলে(Disel) পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। করে ছাড় মিলেছে অপরিশোধিত তেল (Crude Oil) রপ্তানিতেও।

দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ায় জুলাই মাসের শুরুতে কেন্দ্রের তরফে জ্বালানি রপ্তানিতে করের পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় বুধবার সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু সতেরো হাজার টাকা কর দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২৩২৫০ টাকা কর গুণতে হত রপ্তানিকারক সংস্থাগুলিকে। বিমানের জ্বালানিতেও লিটার পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। ডিজেলেও একই পরিমাণ কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বুধবার অর্থাৎ ২০ জুলাই থেকেই নতুন নিয়মবিধি কার্যকর হবে। একইসঙ্গে জানানো হয়েছে, স্পেশ্যাল ইকোনমিক জোন থেকে কোনও পণ্য রপ্তানি করলে সেই ক্ষেত্রে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্যে কত ছাড় দেওয়া হবে, সেই সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি।

কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, এই সিদ্ধান্তে দেশের বিমান ভাড়া আগের থেকে অনেকখানি কমে আসবে। একইসঙ্গে আরও জানানো হয়েছে, প্রতি পনেরো দিন অন্তর কর ছাড়ের পরিমাণ পুনঃমূল্যায়ন করা হবে। ফলে ভবিষ্যতে আবার রফতানি ক্ষেত্রে কর বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আপাতত কেন্দ্রের এই সিদ্ধান্তে রিলায়েন্স (Reliance) এবং ওএনজিসির (ONGC) মতো তেল উৎপাদনকারী সংস্থাগুলি শেয়ারে দেখা গিয়েছে ব্যাপক উত্থান।


spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...