Wednesday, November 12, 2025

IFA: বাগানকে জোড়া চিঠি আইএফএ-র

Date:

Share post:

এটিকে মোহনবাগানকে (Atk Mohunbagan) জোড়া চিঠি পাঠাল আইএফএ (IFA)। বুধবার মোহনবাগানকে দুটি চিঠি পাঠিয়েছে তারা। একটি চিঠি কলকাতা লিগে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে এবং অপর চিঠিটি মোহনবাগানের বকেয়া টাকার মেটানোর বিষয় নিয়ে।

সম্প্রতি আইএফএ-তে দুটি চিঠি পাঠিয়েছে মোহনবাগান। একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা লিগে খেলা সংক্রান্ত নিয়ে এবং আরেকটি চিঠি পাঠানো হয়েছে বকেয়া টাকার মেটানোর বিষয় নিয়ে। আর বুধবার সেই বিষয় নিয়ে পাল্টা চিঠি পাঠাল আইএফএ। এই দুই চিঠিরই জবাব দিয়েছে তারা।

এই নিয়ে এখন বিশ্ববাংলা সংবাদকে আইএফএ সচিব অনিবার্ণ দত্ত বলেন, “বুধবার মোহনবাগানকে দুটি চিঠি পাঠানো হয়েছে। কলকাতা লিগ সংক্রান্ত চিঠির উত্তরে, প্রথমেই আইএফএ-র তরফে আসন্ন এএফসি কাপের মোহনবাগান যাতে সাফল্য পায়, তার জন্য এটিকে মোহনবাগানকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছে।

এরপাশাপাশি আইএফএ তরফে চিঠিতে জানান হয়েছে, বাংলার ফুটবলের স্বার্থে সংশ্লিষ্ট ক্লাব ইতিবাচক ভূমিকা পালন করব, এমনটাই আশা করা হচ্ছে। মোহনবাগানকে ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হবে। অপর দিকে ইস্টবেঙ্গল, মহামেডানকে ডুরান্ড কাপ খেলতে হবে। তাই এই তিন প্রধানের সুবিধের কথা ভেবেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের নিয়ম বদল করা হয়েছে। যার ফলে সেপটেম্বরে মাত্র ৫টি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। ”

আর দ্বিতীয় চিঠিতে বকেয়া বিষয়ক নিয়ে বলা হয়েছে যে, “আইএফএর বিশাল আর্থিক ফান্ড নেই। এই মুহূর্তে স্পোনসরও নেই। তাই চারটি কিস্তিতে ক্লাবের টাকা মেটাবে আইএফএ।”

সম্প্রতি মোহনবাগানের তরফে একটি চিঠি পাঠিয়েছিল আইএফএকে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল আসন্ন ডুরান্ড কাপ এবং এএফসি কাপে খেলতে হবে তাদের। তাই কলকাতা লিগে তিন থেকে চারটি ম‍্যাচ খেলবে তারা। অপরদিকে আরেকটি বকেয়া টাকা মেটানোর জন‍্য আইএফএকে চিঠি দিয়েছিল মোহনবাগান। আর বুধবার এই দুই চিঠির পাল্টা দিল আইএফএ। যদিও এই নিয়ে মোহনবাগানের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।

আরও পড়ুন:India Team: ম‍্যাঞ্চেস্টার থেকে ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বোর্ডের খরচা সাড়ে তিন কোটি টাকা : সূত্র

 

spot_img

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...