Saturday, August 23, 2025

SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে

Date:

Share post:

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে টাকার পাহাড়। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উচ্চশিক্ষা দফতরের খাম পেয়েছে ইডি (ED), যার ভেতরে ছিল ২০০০ আর ৫০০ টাকার বান্ডিল। জানা যাচ্ছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি ৫৪ লক্ষ টাকার বিদেশী মুদ্রা বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। ৭৯ লক্ষের গয়নাও উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে। এবার সেই মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি, সূত্রের খবর আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে তাঁকে।

নাকতলা উদয়ন সংঘের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর অর্পিতার আয়ের উৎস নিয়ে ধন্দে তদন্তকারীরা। আয় ব্যয় এর হিসেব মেলাতে আয়কর সংক্রান্ত খোঁজখবর নেওয়া শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা। ইডি সূত্রে খবর অর্পিতা, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন বলে তদন্তে দাবি করেছেন। তবে তিনি বারবার নিজের বয়ান বদলে ফেলায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর আবাসনের কর্মীরা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়মিত যাতায়াত ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। বেশ কিছু জমির দলিল উদ্ধার করা হয়েছে, কলকাতা এবং শহরতলীতে আটটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছেন অফিসারেরা। এই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যই এবার গ্রেফতার করা হল অর্পিতাকে। আজ আদালতে তোলা হবে তাঁকে, ইডি সূত্রে খবর তথ্যে অসঙ্গতি মেলায় অর্পিতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। এর পেছনে বড় কোনও চক্র কাজ করছে বলে সন্দেহ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারেরা।


spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...