Thursday, August 21, 2025

ফের স্বাস্থ্য পরীক্ষা অর্পিতার, আজই আদালতে তোলা হবে তাঁকে

Date:

Share post:

ইডি হেফাজতে থাকা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর শনিবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁর। এরপর শনিবার রাতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের রবিবার অর্পিতাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই গাড়ি করে অর্পিতাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার পরই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন:পার্থকে SSKM-এ ভর্তি নিয়ে অসন্তুষ্ট ইডি, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

প্রসঙ্গত, ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এসএসসি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। টালিগঞ্জে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা, দেড় কেজি সোনার গয়না এবং লক্ষাধিক ডলারের বেশি বিদেশি মুদ্রা ।এরপরই ইডি তাঁকেও গ্রেফতার করে।  তদন্তকারীদের কাছে অর্পিতা নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দেন৷ ইডির আধিকারিকদের অনুমান, অর্পিতা কোনও নামজাদা অভিনেত্রী নয়৷ টুকটাক মডেলিং করেছেন৷ বাংলা, ওড়িয়া, মালায়লি ভাষায় কয়েকটি ছবি করেছেন৷ সেখান থেকে এত উপার্জন তাঁর পক্ষে অসম্ভব৷ তাই এত বিপুল সম্পত্তি তাঁর কাছে এল কোথা থেকে তা জানতে অর্পিতাকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আজ আর্জি জানাবে ইডি৷

প্রসঙ্গত,অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া ‘গুপ্তধন’ ১৫টি টিনের ট্রাঙ্কে ভরে কড়া পাহারায় নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতরে৷ তারপরই অর্পিতাকে নিচে নিয়ে আসে ইডি৷ গাড়িতে ওঠার আগে অর্পিতা দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি৷ পুরোটাই বিজেপির চাল৷








spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...