ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ (T-20) সিরিজ খেলতে ত্রিনিদাদে পৌঁছালেন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিনরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই (BCCI)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিমধ্যেই একদিনের সিরিজ পকেটে তুলেছে টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ জিতে তারা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে। বুধবার নিয়মরক্ষার ম্যাচে নামবে শিখর ধাওয়ানরা।

২৯ জুলাই থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার জন্য একে একে দলে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে দলকে ভালোভাবে গুছিয়ে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজটি ঋষভ পন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি এই ফর্ম্যাটে নিজেকে এখনও প্রমাণ করতে ব্যর্থ তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচে তিনি মাত্র ২৬ ও এক রান করেছিলেন। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান না পেলে টি-২০ বিশ্বকাপে তার জায়গা যে চাপের মুখে রয়েছে তা ভালই জানেন পন্থ। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেকে প্রমাণ করতে মরিয়া পন্থ।

View this post on Instagram
আরও পড়ুন:Neeraj Chopra: চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন নীরজ চোপড়া
