Wednesday, November 12, 2025

তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছেন : মিঠুনের দাবি ফ্লপ সিনেমার ডায়লগ ; কটাক্ষ কুণালের

Date:

Share post:

হেস্টিংসে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী  বুধবার দাবি করেন,  ‘৩৮ তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ২১ জন সরাসরি তার সঙ্গে যোগাযোগে রয়েছেন।’ এদিন আরও তাৎপর্যপূর্ণভাবে মিঠুন জানান যে, ১৮ রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে।আরও চারটে রাজ্যে যেকোনও সময় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলেই স্পষ্ট করেছেন মহাগুরু। তার এই দাবি অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “মাঝে মাঝে প্রচারে থাকতে এসব বলে থাকেন উনি। তাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওটা ওঁর কোনও ফ্লপ সিনেমার ডায়লগ।”

এদিন হেস্টিংসের দফতরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে করেন মিঠুন চক্রবর্তী । পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিঠুনকে সাংগঠনিক কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সেভাবে আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মিঠুন চক্রবর্তী। তারপর থেকে বিভিন্ন নির্বাচনে বিজেপি কার্যত ধুয়ে মুছে গিয়েছে। এমনকি, বিজেপিকে পেছনে ফেলে বামেরা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে এমন ইঙ্গিতও মিলতে শুরু করেছিল। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বৈঠকে ছিলেন মিঠুনও।

একুশের বিধানসভার পর থেকেই বিজেপির (BJP) অন্দরে চওড়া হয়েছে ফাটল। দানা বেঁধেছে গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দু-সুকান্ত-মালব্যদের ডানা ছাঁটতে নয়া যুগ্ম সম্পাদককে বসিয়েছে দিল্লি। এদিন তাঁর ডাকা বৈঠকেই হাজির ছিলেন মিঠুন। সেই বৈঠক শেষে ‘খেলা ঘোরা’র ইঙ্গিত দেন বলিউডি তারকা। বলেন, বিজেপির সঙ্গে তৃণমূল বিধায়কদের যোগাযোগ রাখার কথা। কিন্তু তাঁর সেই দাবি সম্পর্কে যে বিজেপির অন্দরেই কোনও তথ্য নেই, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী দলনেতার মন্তব্যে।বিরোধী দলনেতা বলেন, এটা ওনার বক্রব্য। যিনি বলেছেন, তাকেই এর দায়িত্ব নিতে্ হবে।

 

 

spot_img

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...