Friday, November 7, 2025

প্রকাশ্যে ২ কোটি চাকরির ভাঁওতা, ৮ বছরের মোদি জমানায় চাকরি মাত্র ৭ লক্ষ

Date:

Share post:

বছরে ২ কোটি চাকরির প্রস্তাব দিয়ে ক্ষমতায় এসেছিল মোদি সরকার(Modi Govt)। তারপর থেকে পেরিয়ে গিয়েছে ৮ টা বছর। আর এই ৮ বছরে কেন্দ্রীয় সরকার চাকরি(Central Job) দিয়েছে মাত্র ৭ লক্ষ জনকে। অর্থাৎ বছরে ২ কোটির ভাঁওতা দিয়ে ক্ষমতায় এসে বছরে ১ লক্ষ চাকরিও দেয়নি মোদি সরকার। অথচ এই সময়কালে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য আবেদন করেছেন ২২ কোটি ৫ লক্ষ মানুষ।

চাকরি সংক্রান্ত বিষয়ে বুধবার সংসদে(Parliament) এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ০১৪-১৫ থেকে ২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে চাকরি পেয়েছেন ৭ লক্ষ ২২ হাজার ৩১১ জন। আর এই সময়ে চাকরির জন্য আবেদন করেছেন মোট ২২ কোটি ৫ লক্ষ ৯৯ হাজার ২৩৮ জন। এই সংক্রান্ত পরিসংখ্যান জানাতে গিয়ে জিতেন্দ্র বলেছেন, ২০১৪-১৫ থেকে প্রতি অর্থবর্ষে চাকরি পেয়েছেন যথাক্রমে ১ লক্ষ ৩০ হাজার ৪২৩ জন, ১ লক্ষ ১১ হাজার ৮০৭ জন, ১ লক্ষ ১ হাজার ৩৩৩ জন, ৭৬ হাজার ১৪৭ জন, ৩৮ হাজার ১০০ জন, ১ লক্ষ ৪৭ হাজার ৯৬ জন, ৭৮ হাজার ৫৫৫ জন এবং ৩৮ হাজার ৮৫০ জন। কেন্দ্রের এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যায় মোদি সরকারের মিথ্যাচারিতা। যদিও জিতেন্দ্র সিং জানান, “কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে শূন্যপদ, তাদের সংযুক্ত ও অধীনস্থ দপ্তরগুলিতে অবসর, পদোন্নতি, পদত্যাগ, মৃত্যুর কারণে উদ্ভূত হয়। সমস্ত মন্ত্রক ও বিভাগকে শূন্যপদগুলি পূরণের জন্য দ্রুত পদক্ষেপ করতে বলা হচ্ছে।”

প্রসঙ্গত, করোনা আবহে দেশের বেকারত্ব আরও বড় সমস্যা হয়ে উঠেছে। ২০২০ সালের মার্চ মাসে দেশব্যাপী লকডাউনের পরিস্থিতিতে ক্রমেই খারাপ হয়েছে পরিস্থিতি। গত পাঁচ দশকে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ হারে পৌঁছেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে লোকসভায় কর্মসংস্থান নিয়ে মুখ খুলল কেন্দ্র।


spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...