Tuesday, January 13, 2026

গুজরাটি-রাজস্থানি না থাকলে মুম্বাই বাণিজ্যনগরী হত না, কোশিয়ারীর মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

গুজরাটি(Gujrat) ও রাজস্থানিরা(Rajsthan) না থাকলে আজ মুম্বাই(Mumbai) দেশের বাণিজ্যনগরী হত না, সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি(Bhagat Singh Koshyari)। তাঁর মন্তব্য মারাঠীদের অপমান বলে একযোগে সরব হয়েছে উদ্ধবপন্থী শিবসেনা ও কংগ্রেস। রীতিমত কড়া সুরে শিবসেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই মন্তব্যের জন্য রাজ্যপালকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।

শনিবার পশ্চিম মুম্বইয়ের আন্ধেরিতে একটি এলাকার নামকরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভগত সিং কোশিয়ারি বলেন, “মহারাষ্ট্র থেকে যদি গুজরাটি এবং রাজস্থানিদের বের করে দেওয়া হয়, তাহলে মহারাষ্ট্রে (Maharastra) কোনও টাকা অবশিষ্ট থাকবে না। মুম্বইও ভারতের বাণিজ্যনগরী থাকবে না।” রাজভবনের তরফে যে প্রেস বিবৃতি জারি করা হয় সেখানেও গুজরাটি ও রাজস্থানিদের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। একইসঙ্গে রাজ্যপাল বলেন, রাজস্থানি-মাড়ওয়ারি এবং গুজরাটিরা দেশের যে প্রান্তেই যাক, সেখানে শুধু ব্যবসাই করে না, সেই সঙ্গে সমাজসেবাও করে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এহেন মন্তব্যের পর ব্যাপক বিতর্ক তৈরি হয়।

এই ঘটনায় রীতিমত সরব হয় উদ্ধবপন্থী শিব সেনা এবং কংগ্রেস। শিবসেনার তরফে জানানো হয়, রাজ্যপাল মারাঠীদের অপমান করেছেন। মারাঠা অস্মিতায় আঘাত করেছেন। টুইট করে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন, বিজেপির পোষা একজন মুখ্যমন্ত্রী মসনদে বসতেই ফের মারাঠীদের অপমান করা শুরু হয়ে গেল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) এবং শচীন সাওয়ন্তও একই টুইট করেছেন। তাঁদের বক্তব্য, রাজ্যপালের এই ধরনের কথা বলা উচিত হয়নি। তাঁকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি উদ্ধব ঠাকরে রীতিমত তোপ দেগে বলেন, রাজ্যপাল সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। মারাঠীদের এই অপমান মুখ বুঝে সহ্য করা হবে না।


spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...