Friday, November 14, 2025

ঝাড়খণ্ডে সরকার ফেলতে ১০ কোটি টাকার ডিল, কংগ্রেস বিধায়কদের সঙ্গে ছিল টোকেন মানি! তীব্র আক্রমণ তৃণমূলের

Date:

Share post:

ঝাড়খণ্ডের কংগ্রেসের তিন বিধায়কে গাড়িতে ৪৯ লক্ষ নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক অভিযোগ। অভিযোগ, ঝাড়খণ্ডে (Jharkhand) সরকার ফেলতে ১০ কোটি টাকা ডিল হয় তিন কংগ্রেস (Congress) বিধায়কের সঙ্গে। উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা হল টোকেন মানি। এই অভিযোগ আরও মান্যতা পেল রাঁচির (Ranchi) আরগৌরা থানায় লেখা ঝাড়খণ্ডেরই বার্মোর বিধায়ক অনুপ সিংয়ের (Anup Singh) চিঠিতে। সেখানেই এই ডিলের কথা ফাঁস করেন তিনি। একই সঙ্গে অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাই (Himant Biswasharma) এই টাকা দিয়েছেন বলে চিঠিতে দাবি অনুপের। এই বিষয় নিয়ে পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল (TMC)।

চিঠিতে কী লিখেছেন বার্মোর বিধায়ক?

ঝাড়খণ্ডে জেএমএম (JMM) এবং কংগ্রেসের জোট সরকারকে ফেলে দিতে ছক করছে বিজেপি। তারই শিকার হয়েছেন এই কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কাচ্ছাপ এবং নমন বিকশল কোঙ্গারি। তাঁদেরকে আগে ডাকা হয়েছিল গুয়াহাটিতে। সেখানে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক হয়। অনুপ সিং নিজেও সেই বৈঠকে ছিলেন। তাঁর অভিযোগ, সেখানে প্রত্যেক বিধায়ক পিছু ১০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এমনকী, পছন্দ মতো মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু এই ধরনের অসাংবিধানিক কাজে থাকতে না চেয়ে সরে এসেছিলেন তিনি।
অনুপ সিং লেখা চিঠি অনুসারে, শনিবারই কলকাতায় এই নিয়ে কংগ্রেস বিধায়কদের বৈঠক ছিল। সিআইডি প্রতারণা ৪২০, কমন ইন্টেশন ৩৪ বি, সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র ১২০বি রয়েছে। চিঠিতে অনুপের দাবি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যাঁরা টোকেন মানি-সহ ধরা পড়েছেন এবং তাঁকে গুয়াহাটি যাওয়ার জন্য চাপ দিচ্ছেন।

ঝাড়খণ্ডের বিধায়কের এই চিঠি প্রকাশ হতেই ফের বিজেপি-বিরোধী রাজ্য সরকার ফেলে দেওয়ার গেরুয়া শিবিরের ষড়যন্ত্র সামনে এলো। আর তা নিয়েই বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঝাড়খণ্ড বিধায়কদের ধরা পড়ার ২৪ ঘণ্টা আগে একটা বিবৃতি দেন। তিনি বলেন, শুভেন্দু একটা অপারেশনে আছে নাগপুরে। তারপরই এই বিধায়করা ধরা পড়লেন। তাহলে ধরে নেওয়াই যায়, এই অপারেশনেই আছেন শুভেন্দু। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করুক সিআইডি- দাবি কুণালের। কেন অসমে গিয়েছিলেন ধৃত তিন কংগ্রেস বিধায়ক? এর সঙ্গে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সম্পর্ক কী? এই নিয়ে প্রশ্ন তুলে সেখানে গিয়ে তদন্ত করার দাবি জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- নৃশংসভাবে মাকে মারলেন প্রাক্তন সিআইএসএফ কর্মী! অভিযোগে গ্রেফতার, ফাঁসি চাইলেন বাবা

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...