India Team: কমনওয়েলথ গেমসে প্রথম জয় ভারতের, পাকিস্তানকে হারাল ৮ উইকেটে

ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং স্মৃতি মান্ধানার। ৬৩ রানে অপরাজিত তিনি।

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) প্রথম জয় ভারতের (India)। রবিবার পাকিস্তানকে ( Pakistan) ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসে পদকের আশা জিইয়ে রাখল ভারতের প্রমিলা ব্রিগেড। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং স্মৃতি মান্ধানার। ৬৩ রানে অপরাজিত তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বৃষ্টির জন্য ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ১৮। ১৮ ওভারে মাত্র ৯৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ১৮ রান করেন আলিয়া রিয়াজ। ১৭ রান করেন মারুফ। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন স্নেহ রানা এবং রাধা যাদব। একটি করে উইকেট নেন রেনুকা সিং, মেঘনা সিং এবং শেফালি বর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে ৯৯ রান তুলতে কষ্ট করতে হয়নি ভারতীয় দলকে। আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। বেশি আগ্রাসী ছিলেন সহ-অধিনায়ক মান্ধানা। দুই ওপেনার মাত্র ৫ ওভারেই তুলে নেন ৫২ রান। এর পর ভারতের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। ১৬ রান করেন শেফালি। ৬৩ রানে অপরাজিত স্মৃতি মান্ধানা।

আরও পড়ুন:Kl Rahul: ভারতীয় দলে কবে ফিরবেন রাহুল? জানালেন স্বয়ং নিজেই